11 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 12 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

11 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. 11 ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়। 2022 সালের আন্তর্জাতিক পর্বত দিবস-এর থিম হল "Women Move Mountains"।   
  2. 11 ডিসেম্বর UNICEF-এর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। 2022 সালের থিম হল “All girls deserve better-the world deserves better”।    
  3. যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন যে, আগামী বছরের 15 আগস্টের মধ্যে সারা দেশে এক হাজার খেলো ইন্ডিয়া কেন্দ্র চালু করা হবে।  
  4. পাখি পর্যবেক্ষকদের একটি ছয় সদস্যের দল অরুণাচল প্রদেশে অভিযানের সময় লিসু রেন ব্যাবলারের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে।
  5. ভারতের বৃহত্তম বাণিজ্যিক জেট টার্মিনাল কেরালায় উদ্বোধন করা হয়েছে। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর 11 ডিসেম্বর, দেশের বৃহত্তম বাণিজ্যিক জেট টার্মিনালের ক্রিয়াকলাপ শুরু করেছে।  
  6. কেরালা সরকারের সাথে অংশীদারিত্বে বিশ্বব্যাংক ‘Climate Investment Opportunities in India’s Cooling Sector’ নামক একটি রিপোর্ট প্রকাশ করেছে।  
  7. স্টার্টআপ TechEagle-এর সাথে অংশীদারিত্বে মেঘালয় সরকার এশিয়ার প্রথম ড্রোন ডেলিভারি হাব এবং নেটওয়ার্ক উন্মোচন করেছে।
  8. ইন্দো-আমেরিকান কৃষ্ণা ভাভিলালাকে তার সম্প্রদায় এবং দেশের প্রতি তার অবদানের জন্য প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট (PLA) পুরস্কারে সম্মানিত করা হয়েছে।    
  9. ভারতীয় ব্যাটার ইশান কিশান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে 126 বলে দ্রুততম ওয়ান ডে ডাবল সেঞ্চুরি করেছেন।
  10. 10 ডিসেম্বর প্রখ্যাত লাবণী গায়িকা সুলোচনা চ্যাবন প্রয়াত হয়েছেন। 
  11. 10 ডিসেম্বর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আলুভা-তে অবস্থিত একটি বীজ খামারকে দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ খামার হিসাবে ঘোষণা করেছেন।     
  12. 11 ডিসেম্বর ভারতীয় নাবিক আনন্দী নন্দন চন্দভারকর থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত 2022 সালের 34তম কিংস কাপ রেগাটা-তে স্বর্ণপদক জিতেছেন৷     
  13. 5 ডিসেম্বর মেঘনা আহলাওয়াত ভারতের টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।   
  14. 7-19 ডিসেম্বর কানাডার মন্ট্রিলে UN Convention on Biological Diversity বা কনফারেন্স অফ পার্টিস (COP-15) অনুষ্ঠিত হচ্ছে৷      
  15. প্রাক্তন কংগ্রেস রাজ্য প্রধান, সুখবিন্দর সিং সুখু 11 ডিসেম্বর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন।   

 

Related Post