15 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 16 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

15 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. 15 ডিসেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের 72তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 
  2. 13 ডিসেম্বর ভারতীয় সাঁতারু শিবা শ্রীধর মেলবোর্নে শর্ট কোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের 200 মিটার একক মেডল হিটে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।    
  3. 15 ডিসেম্বর ইন্ডিয়া ওয়াটার ইমপ্যাক্ট সম্মেলনের সপ্তম সংস্করণ শুরু হয়েছে।  
  4. 13 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রী অরবিন্দের 150তম জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।  
  5. 14 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে অনুষ্ঠিত প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 
  6. কলম্বিয়ার বোগোটাতে অনুষ্ঠিত 2022 সালের 19তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ভারত 6টি স্বর্ণপদক জিতে শীর্ষস্থান অর্জন করেছে।    
  7. 13-16 ডিসেম্বর পর্যন্ত মুম্বাইতে G-20 ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।   
  8. 14 ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জাতীয় উদ্যানপালন বোর্ডের পরিচালনা পর্ষদের 32তম সভায় সভাপতিত্ব করেছেন।    
  9. ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনী মেঘালয়ের উমরোইতে যৌথভাবে প্রশিক্ষণ মহড়া কাজিন্দ (KAZIND)পরিচালনা করছে। 
  10. 14 ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার নয়াদিল্লিতে জাতীয় মাতৃস্বাস্থ্য কর্মশালার উদ্বোধন করেছেন।   
  11. 14 ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত FINA ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 100-মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে ভারতীয় সাঁতারু চাহাত অরোরা একটি জাতীয় রেকর্ড তৈরি করেছেন।      
  12. 2022 সালের ডিসেম্বর মাসে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL), দুটি ডিজিটাল ফার্স্ট ব্র্যান্ড - Oziva এবং Wellbeing Nutrition অধিগ্রহণ করেছে।     
  13. 15 ডিসেম্বর নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন (AIM) এবং UNDP ইন্ডিয়া তরুণ সামাজিক উদ্যোক্তাদের সমর্থন করার জন্য 'ইয়ুথ কো:ল্যাব'-এর পঞ্চম সংস্করণ চালু করেছে।    
  14. কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া (CCI) লিমিটেড এবং TEXPROCIL 'কস্তুরি কটন ইন্ডিয়া'-এর ব্র্যান্ডিং, ট্রেসেবিলিটি এবং সার্টিফিকেশন বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষর করেছে।   
  15. 15 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার Pradhan Mantri Kaushal Ko Kaam Karyakram (PMKKK)-এর নাম পরিবর্তন করে Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM VIKAS) প্রকল্প করেছে।     
  16. 16-29 ডিসেম্বর নেপালের সালঝান্ডিতে নেপাল আর্মি ব্যাটল স্কুলে ভারত-নেপাল যৌথ প্রশিক্ষণ অনুশীলন ‘Ex-Surya Kiran’-এর 16তম সংস্করণ পরিচালিত হচ্ছে।        
  17. নিউজিল্যান্ড সরকার যুবক-যুবতীদের আজীবনের জন্য সিগারেট কেনা নিষিদ্ধ করে, তামাক ধূমপানকে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য একটি আইন পাস করেছে।     

 

Related Post