28 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 7 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

28 ডিসেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. কর্ণাটকের বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ (JNCASR)-এর গবেষকরা প্রথমবার গ্যালিয়াম নাইট্রাইড (GaN) দ্বারা ইনফ্রারেড (IR) রশ্মির নির্গমন এবং শোষণ প্রদর্শন করেছেন। ইনফ্রারেড শোষণ প্রযুক্তির জন্য নতুন কৃত্রিম ন্যানোস্ট্রাকচারগুলি প্রতিরক্ষায়, ইমেজিং এবং সেন্সিং-এর ক্ষেত্রে কার্যকর হতে পারে।
  2. 23 ডিসেম্বর পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বৈদ্যুতিক অটোমোবাইল চার্জ করার জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন করতে ‘Dance to Decarbonize’ নামক একটি একদিনের ইভেন্টের আয়োজন করেছে।
  3. অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ-এ কর্মরত বিজ্ঞানীরা 25 ডিসেম্বর প্রবাল লার্ভা হিমায়িত করে সংরক্ষণের জন্য একটি নতুন পদ্ধতির সফল পরীক্ষণ সম্পন্ন করেছেন। 
  4. ব্যাডমিন্টনের উদীয়মান তারকা, গেটা সোরা  মালয়েশিয়ায় 23 ডিসেম্বর টপস অ্যারেনা জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-9 বিভাগে জয়লাভ করে অরুণাচল এবং সমগ্র দেশের নাম উজ্জ্বল করেছে।
  5. 24 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দেশের রাজধানী নয়াদিল্লিতে রাইট টু রিপেয়ার পোর্টাল ও একটি NTH মোবাইল অ্যাপ চালু করেছেন এবং ন্যাশনাল কনসিউমার হেল্পলাইন কেন্দ্রের নতুন দপ্তরের উদ্বোধন করেছেন।
  6. যুক্তরাজ্যের অর্থনৈতিক পরামর্শদাতা, দ্য সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR)অনুমান করেছে যে, ভারত 2037 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। 
  7. 23 ডিসেম্বর, NHPC লিমিটেডকে  PRAKASHmay ‘15তম Enertia Awards 2022’-এ ‘জলবিদ্যুৎ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি বিভাগের ক্ষেত্রে ভারতের সেরা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পাওয়ার কোম্পানি’-এর বিজয়ী হিসাবে পুরস্কৃত করা হয়েছে।
  8. 24 ডিসেম্বর, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কর্ণাটকের উড়ুপিতে এম জি স্টেডিয়ামে ক্রীড়া বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেছেন। 
  9. শীতকালে উদযাপিত হওয়া লাদাখের একটি প্রধান সামাজিক-ধর্মীয় উৎসব লাদাখী নববর্ষ উপলক্ষ্যে 24 ডিসেম্বর লোসার উৎসব উদযাপন করা হয়েছে। 
  10. 26 ডিসেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী লভলিনা বোরগোঁহাই ভোপালে অনুষ্ঠিত 2022 সালের ষষ্ঠ এলিট ন্যাশনাল মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে নিজ নিজ ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন। 
  11. 26 ডিসেম্বর অনিল কুমার লাহোটি রেলওয়ে বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। 
  12. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক 2023 সালের মার্চ মাসের মধ্যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-এ  RuPay ক্রেডিট কার্ড চালু করার কথা ঘোষণা করেছে। 
  13. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)-কে G20 সম্মেলনের সায়েন্স ওয়ার্কিং গ্রুপ, সায়েন্স 20 (S20)-এর সচিবালয় হিসাবে ঘোষণা করা হয়েছে।
  14. ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI), উত্তরপ্রদেশের বুলন্দশহর কারাগারকে ফাইভ-স্টার রেটিং এবং ‘ইট রাইট ক্যাম্পাস’ ট্যাগ প্রদান করেছে।
  15. সি রঙ্গরাজন  ‘Forks in the Road: My Days at RBI and Beyond’ নামক একটি বই লিখেছেন যেটির প্রকাশনা করেছে পেঙ্গুইন বিজনেস।
  16. রিলায়েন্স জিও অন্ধ্রপ্রদেশে True 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। তিরুমালা, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং গুন্টুর জেলায় 5G পরিষেবাগুলি চালু করা হয়েছে।

 

Related Post