11 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 14 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

11 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর 11-17 জানুয়ারি সারা ভারতে জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। সকলের জন্য নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা প্রচার করতে “Swachhata Pakhwada”-এর অধীনে 2023 সালের সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়েছে। 
  2. মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের দুর্দশার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকারের ব্যাপারে প্রচার ও সেটির সুরক্ষার জন্য প্রতি বছর 11 জানুয়ারি জাতীয় মানব পাচার দিবস পালন করা হয়।
  3. কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগ, e-Nam, 2022 সালের ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডসে নাগরিকদের ডিজিটাল ক্ষমতায়ন বিভাগে প্লাটিনাম পুরস্কার জিতেছে। 
  4. 7 জানুয়ারি,চেতন শর্মা BCCI-এর সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন।
  5. পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পাওয়ারগ্রিড), ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ (DPE) -এর  সমীক্ষায় পরিষেবার বিভিন্ন বিভাগ অনুযায়ী প্রথম স্থান পেয়েছে। 
  6. ICICI প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ক্রিকেটার সূর্যকুমার যাদবকে নিয়ে করা তার প্রথম ডিজিটাল প্রচারাভিযানে ‘360° ফিন্যান্সিয়াল প্রোটেকশন’ চালু করার কথা  ঘোষণা করেছে।
  7. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া ঘোষণা করেছেন যে, ওড়িশায় দেশের প্রথম কয়লা গ্যাসীকরণ-ভিত্তিক তালচের ফার্টিলাইজার প্ল্যান্ট 2024 সালের অক্টোবরের মধ্যে প্রস্তুত হবে। 
  8. রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি ইউএস হাউস অফ রিপ্রেসেন্টেটিভস-এর 55তম স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন।
  9. সাংবাদিক তমাল বন্দ্যোপাধ্যায়ের বই ‘Roller Coaster: An Affair with Banking’ প্রকাশিত হয়েছে।
  10. Oversea-Chinese Banking Corporation (OCBC)-এর প্রাইভেট ব্যাঙ্কিং শাখা, ব্যাঙ্ক অফ সিঙ্গাপুর (BoS), জেসন মু-কে তার নতুন সিইও হিসাবে নিয়োগ করেছে৷ 
  11. মহারাষ্ট্রের জালনা জেলা পুলিশ এবং নাগপুর সিটি পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটি পুলিশিং ও প্রশাসনের বিকাশের জন্য রাজ্যের বিভিন্ন শ্রেণীর মধ্যে 2021 সালের সেরা পুলিশ ইউনিট পুরস্কারে ভূষিত হয়েছে। 
  12. 7 জানুয়ারি, বিহার সরকার রাজ্যের বিভিন্ন অংশে জাতিগত সমীক্ষা শুরু করেছে। 
  13. ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA), প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসের অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা নিশ্চিত করেছেন। 
  14. প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO), হিমালয় সীমান্তে লজিস্টিক অপারেশনের জন্য একটি মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (UAV) তৈরি করেছে।
  15. 7 জানুয়ারি, নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পোর পুনেতে পুরুষদের একক বিভাগে তার প্রথম ATP ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতেছেন।
  16. পদ্ম পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সার্জন এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডাঃ তেহেমটন এরক উদওয়াদিয়া, যিনি ‘ভারতে ল্যাপারোস্কোপিক সার্জারির জনক’ হিসাবে পরিচিত ছিলেন, 88 বছর বয়সে প্রয়াত হয়েছেন।

 

Related Post