25 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 5 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

25 জানুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এবং ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য 2023 সালের 25 জানুয়ারি, ভারতের নির্বাচন কমিশন 13তম জাতীয় ভোটার দিবস (NVD) উদযাপন করেছে। ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়। 2023 সালের থিম হল, “Nothing Like Voting, I Vote for Sure”।
  2. ভারতের অর্থনৈতিক এবং আর্থিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি করতে, এবং পর্যটনের প্রচার করার জন্য প্রতি বছর 25 জানুয়ারি সারা ভারতে জাতীয় পর্যটন দিবস পালন করা হয়।
  3. সিভিল অ্যাভিয়েশনের জন্য নয়াদিল্লিতে অনুষ্ঠিত 2023 সালের 14তম আন্তর্জাতিক সম্মেলন-কাম-অ্যাওয়ার্ড ASSOCHAM-এ, নিউ গোয়া মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর (MIA) অ্যাভিয়েশন সাসটেইনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টের অধীনে মর্যাদাপূর্ণ ‘সেরা স্থিতিশীল গ্রিনফিল্ড বিমানবন্দর’–এর পুরস্কার জিতেছে।
  4. ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, যাজপুরে, প্রবর্তক কারিগর, সংস্কৃতি এবং শিল্প উৎসাহীদের বৈশিষ্ট্য প্রদর্শনের  জন্য প্রথম এই ধরণের ‘আন্তর্জাতিক কারুশিল্প সম্মেলন’-এর  উদ্বোধন করেছেন।
  5. আন্তর্জাতিক ভারতীয় প্রবাসী ডঃ অশ্বিন ফার্নান্ডিজ রচিত ‘India’s Knowledge Supremacy: The New Dawn’ নামক একটি বই বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে এবং ভারতের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে একটি অনুষ্ঠানে এই বইটির উদ্বোধন করেছেন।
  6. 20 জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডিজিএসপি/আইজিএসপি সম্মেলনে ওড়িশার গঞ্জাম জেলার আসকান থানাকে সেরা  থানা হিসাবে পুরস্কৃত করা হয়েছে।
  7. 20 জানুয়ারি বেঙ্গালুরুর ত্রিপুরবাসিনীতে বাজরা এবং জৈব পণ্যের চতুর্থ আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা শুরু হয়েছে।
  8. দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অর্জন কুমার সিকরি-কে 2023 সালে পরবর্তী ISSF শ্যুটিং বিশ্বকাপের তহবিলের  ব্যবহার পরিচালনা করার জন্য প্রশাসক হিসাবে নিযুক্ত করেছে।
  9. ভারতীয় নৌবাহিনী অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর সাথে 17 থেকে 22 জানুয়ারি পর্যন্ত ছয়দিনব্যাপী বৃহত্তম দ্বিবার্ষিক তিন বাহিনীর পরিষেবা উভচর মহড়া, AMPHEX 2023 পরিচালনা করেছে।
  10. কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, আর কে মাথুর কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর (ULPIN) চালু করেছেন এবং এই উদ্যোগকে কার্গিল ও লেহ উভয় পার্বত্য পরিষদই স্বাগত জানিয়েছে।
  11. ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক (SIDBI), MSME (মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) এবং SME সেক্টরে ঋণ বৃদ্ধি করার জন্য কলকাতার  VFS ক্যাপিটাল লিমিটেডের সাথে চুক্তি করেছে।
  12. সাউথ আফ্রিকান কাউন্সিল ফর স্পেস অ্যাফেয়ার্সের চেয়ারপার্সন, পন্টশো মারপিং-এর বিবৃতি অনুসারে, বিশ্বের প্রথম কৃষি-কেন্দ্রিক উপগ্রহ, Agri SAT-1/ZA 008 উৎক্ষেপণের ফলে দক্ষিণ আফ্রিকার আয় 100 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে।
  13. তিনবার চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, চিলিকে রেকর্ড-ব্রেকিং 14-0 স্কোরে পরাজিত করে FIH পুরুষ হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথম দল হিসাবে কোয়ালিফাই করেছে।
  14. Charaideo Moidams-কে সাংস্কৃতিক বিভাগে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদানের জন্য ভারত থেকে মনোনীত করা হয়েছে।
  15. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘোষণা করেছেন যে, 2025 সালের শেষ নাগাদ হিমাচল প্রদেশ প্রথম পুনর্নবীকরণযোগ্য শক্তিসম্পন্ন রাজ্য হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে।
  16. 24 জানুয়ারি, বিখ্যাত ভারতীয় স্থপতি এবং পদ্ম পুরস্কারপ্রাপ্ত, বালকৃষ্ণ বিঠলদাস দোশী (বি. ভি. দোশী) 95 বছর বয়সে গুজরাটের আহমেদাবাদে প্রয়াত হয়েছেন।

 

Related Post