21 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 3 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

21 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি বহুভাষিকতাকে উৎসাহ প্রদানের জন্য প্রতি বছর 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।2023 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হল “Multilingual education – a necessity to transform education”।
  2. সয়েল হেলথ কার্ড (SHC) প্রকল্পের সূচনাকাল স্মরণ করতে এবং এটির সুবিধাগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 19 ফেব্রুয়ারি ভারত, সয়েল হেলথ কার্ড দিবস উদযাপন করে।
  3. পাঞ্জাব সরকার, মুক্তসার জেলার এনাখেরা গ্রামে 17 ফেব্রুয়ারি প্রথম রাজ্য-স্তরের ‘Prawn Fair’ (চিংড়ি মেলা)-এর আয়োজন করেছে। এই ‘Prawn Fair’ বা চিংড়ি মেলাটি, চিংড়ি চাষ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য রাজ্য সরকারের একটি উদ্যোগ।
  4. ভারতীয় এবং উজবেকিস্তান সেনাবাহিনীর মধ্যে সামরিক বিনিময় কর্মসূচির অংশ হিসাবে 21 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের পিথোরাগড়ে, দ্বিবার্ষিক প্রশিক্ষণ অনুশীলন DUSTLIK (2023)-এর চতুর্থ সংস্করণ শুরু হয়েছে।
  5. যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 18 ফেব্রুয়ারি, ‘সেমিকনইন্ডিয়া কনফারেন্স অন ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইন ইকোসিস্টেম’-এর উদ্বোধন করেছেন।
  6. বৈদ্যুতিক যানবাহন (EVs)-এর ব্যবহার বৃদ্ধি করার পদক্ষেপে, ইউরোপীয় সংসদ 2035 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে নতুন গ্যাস এবং ডিজেল গাড়ি বিক্রয় নিষিদ্ধ করার আইনকে অনুমোদন দিয়েছে।
  7. ইউএন কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর 62তম অধিবেশনের জন্য, সম্মিলিত জাতিপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজকে কমিশনের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে।
  8. দেশীয়ভাবে তৈরি ভারতের প্রথম ট্রেন কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন সিস্টেম,  i-ATS (Indigenous–Automatic Train Supervision) ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের অধীনে DMRC এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এর যৌথ দল দ্বারা মেট্রো রেল ট্রানজিট সিস্টেমের জন্য দিল্লি মেট্রোতে মোতায়েন করা হয়েছে।
  9. কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি 20 ফেব্রুয়ারি, মহারাষ্ট্রের নাগপুরে বিশ্বের বৃহত্তম এবং অনন্য দিব্যং পার্ক - অনুভূতি ইনক্লুসিভ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
  10. কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 19 ফেব্রুয়ারি, কেরালার কোঝিকোড়ে ‘Biodiversity and Livelihood’ থিম সহ রাজ্য জীববৈচিত্র্য কংগ্রেসের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছেন।
  11. বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং এসএস রাজামৌলির ‘RRR’, 2023 সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারে যথাক্রমে বেস্ট ফিল্ম এবং ফিল্ম অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে।
  12. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট যেটিতে ভারত ছয় উইকেটে জিতেছে, সেটিতে বিরাট কোহলি বিশ্বের ষষ্ঠ এবং দ্রুততম ব্যাটার হিসাবে 25,000 রান সম্পন্ন করেছেন।
  13. বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দ্বারা একটি বিবৃতি অনুযায়ী, কাতার, ভারত থেকে হিমায়িত সামুদ্রিক খাবার আমদানির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়ে বর্ধিত রপ্তানি এবং পশ্চিম এশিয়ার দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পথ প্রশস্ত করেছে।
  14. অ্যান্টারিস ঘোষণা করেছে যে, অ্যান্টারিস-এর এন্ড-টু-এন্ড ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্পূর্ণরূপে কল্পনা করা, ডিজাইন করা এবং তৈরি করা বিশ্বের প্রথম উপগ্রহ, JANUS-1 সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। JANUS-1 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র SSLV-D2 রকেট দ্বারা প্রেরণ করা হয়েছে।
  15. 21-23 ফেব্রুয়ারি পর্যন্ত জয়পুরে 18তম বিশ্ব নিরাপত্তা কংগ্রেসের আয়োজন করা হচ্ছে।
  16. টলিউড অভিনেতা এবং রাজনীতিবিদ নন্দমুরি তারকা রত্ন 18 ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে 39 বছর বয়সে প্রয়াত হয়েছেন।

 

 

Related Post