প্রতিদিনের সাম্প্রতিক ঘটনাবলি

Editor1 Oct 9 2021 Current Affairs

 

  1. মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে World Day for Farmed Animals (WDFA) 02 অক্টোবর পালন করা হয়।
  2. National Wildlife Week  প্রতিবছর 2 থেকে 8 অক্টোবরের মধ্যে ভারতবর্ষের উদ্ভিদ ও প্রাণীর রক্ষা এবং সংরক্ষণের লক্ষ্যে পালিত হয়।
  3. World Space Week (WSW) প্রতি বছর 4 থেকে 10 অক্টোবর পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানুষের অবস্থার উন্নতির জন্য তার অবদান উদযাপনের জন্য পালন করা হয়। 2021-এর প্রতিপাদ্য হল  “Women in Space”!  
  4. সম্মিলিত জাতিপুঞ্জ  অক্টোবরের প্রথম সোমবারকে World Habitat Day হিসেবে মনোনীত করেছে। ২০২১ বিশ্ব আবাস দিবসের প্রতিপাদ্য হল “Accelerating urban action for a carbon-free world”
  5. দিল্লিতে অবস্থিত পরিবেশ সংগঠন “Legal Initiative for Forest and Environment (LIFE)” -কে 2021 রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। এটি একটি আন্তর্জাতিক সম্মান, যা সুইডেনের বিকল্প নোবেল পুরস্কার নামেও পরিচিত। 
  6. ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (ইউএসআইবিসি) শিব নাদার (Shiv Nadar ) এবং মল্লিকা শ্রীনিবাসন(Mallika Srinivasan)-কে 2021 গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপক হিসেবে বেছে নিয়েছে।
  7. অমীশ মেহতা(Amish Mehta)-কে রেটিং এজেন্সি ক্রিসিলের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে নিয়োগ করা হয়েছে 01 অক্টোবর, 2021 থেকে। তিনি আশু সুয়াশ(Ashu Suyas) -এর স্থলাভিষিক্ত হয়েছেন।  
  8. ভারতের পুরুষ মাঠ হকি দলের প্রবীণ ফরোয়ার্ড এবং তারকা স্ট্রাইকার এস ভি সুনীল(S V Sunil) এবং অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী ভারতীয় হকি তারকা ডিফেন্ডার বীরেন্দ্র লাকরা (Birendra Lakra ) আন্তর্জাতিক হকি থেকে অবসরের ঘোষণা করেছেন।
  9. ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক যৌথ অনুশীলন "মিত্র শক্তি -২১" এর  অষ্টম সংস্করণ শ্রীলঙ্কার আমপাড়ায় কম্ব্যাট ট্রেনিং স্কুলে 4 থেকে 15 অক্টোবর, 2021 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
  10. মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার বলিউডের প্রবীণ অভিনেতা কঙ্গনা রানাউতকে রাজ্যের  "এক জেলা এক পণ্য (ODOP) স্কিমের" ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে।
  11.  2021 সালের 2 অক্টোবর মহাত্মা গান্ধীর 152 তম জন্মবার্ষিকী উপলক্ষে লাদাখের লেহে খাদি কাপড় দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা স্থাপন করা হয়েছে।
  12. নাজলা বাউডেন রোমধান(Najla Bouden Romdhane) প্রথম মহিলা, যিনি তিউনিসিয়ার  প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।
  13. অনলাইন পেমেন্ট পরিষেবা প্রদানকারী, পেটিএম মুম্বাই-স্থিত ডিজিটাল লেন্ডিং স্টার্টআপ ক্রেডিটমেটে 100% শেয়ার কিনেছে।
  14. ভারত সরকার সহযোগিতা বৃদ্ধির জন্য অর্থনীতি এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে সংযমী উন্নয়নের জন্য “Waste to Wealth” নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে।  
  15. আইকনিক ভারতীয় কার্টুন চরিত্র, চাচা চৌধুরী, যার মস্তিষ্ক কম্পিউটারের চেয়ে দ্রুত কাজ করে, তাকে কেন্দ্রীয়ভাবে স্পনসর নমামিগঙ্গে প্রোগ্রামের অফিসিয়াল মাসকট হিসেবে ঘোষণা করা হয়েছে।   
  16. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে চালু হওয়া প্রধান জল জীবন মিশনের (জেজেএম) অংশ হিসাবে 2 অক্টোবর, 2021 সালে জল জীবন মিশন অ্যাপ এবং রাষ্ট্রীয় জল জীবন কোশ চালু করেছেন।
  17. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ ভারতের স্বাধীনতার 75 তম বর্ষ উদযাপনের জন্য 'আজাদি কা অমৃত মহোৎসব' -এর অংশ হিসেবে, 2  অক্টোবর, 2021 -এ জাতীয় নিরাপত্তা রক্ষী (NSG)-এর All India Car Rally  ‘Sudarshan Bharat Parikrama’  সূচনা করেছেন।
  18. কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু(Kiren Rijiju) গুজরাটের আহমেদাবাদে ভারতের প্রথম Sports Arbitration Centre উদ্বোধন করেছেন।
  19. কাতারের দোহায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে ভারতীয় পুরুষদের টেবিল টেনিস দল ব্রোঞ্জ পদক লাভ করেছে।
  20. ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার 2021 "তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের জন্য" যৌথভাবে ডেভিড জুলিয়াস(David Julius) এবং আরডেম পটাপৌটিয়ান (Ardem Patapoutian )-কে  দেওয়া হয়েছে।

Related Post