30 নভেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 1 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

30 নভেম্বর  2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  • রাসায়নিক যুদ্ধের সকল ভিকটিমদের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের স্বীকৃত  স্মরণ দিবস(Day of Remembrance for all Victims of Chemical Warfare) প্রতি বছর 30 নভেম্বর অনুষ্ঠিত হয়।
  • জম্মু ও কাশ্মীরে, কুলগাম জেলা প্রশাসন এবং পর্যটন বিভাগ, বিশেষ করে আহরবাল জলপ্রপাতে পর্যটন প্রসারিত করার জন্য প্রথম অহরবল উৎসবের আয়োজন করেছে।
  • সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey ) পদত্যাগ করার পরে ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি নির্বাহী, পরাগ আগরওয়াল( Parag Agrawal )-কে টুইটারের নতুন সিইও  (CEO) হিসাবে নিযুক্ত করা হয়েছে৷
  • ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International film festival of India- IFFI) 52তম সংস্করণ গোয়ায় সমাপ্ত হয়েছে।       

IFFI গোয়ায় পুরস্কার বিজয়ীদের তালিকা:

  1. চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সবচেয়ে উপযোগী রাজ্য : উত্তরপ্রদেশ 
  2. সেরা অভিনেতার জন্য সিলভার পিকক (পুরুষ) : জিতেন্দ্র ভিকুলাল যোশি (Jitendra Bhikulal Joshi) [গোদাবরী] 
  3. সেরা অভিনেতা (মহিলা) : শার্লটের জন্য অ্যাঞ্জেলা মোলিনা(Angela Molina) [প্যারাগুয়ে]
  4. সেরা পরিচালক : 'সেভিং ওয়ান হু ওয়াজ ডেড'-এর জন্য ভ্যাকলাভ কাদ্রনকা (Vaclav Kadrnka) [চেক প্রজাতন্ত্র]
  5. সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার : জাপানি চলচ্চিত্র ‘রিং ওয়ান্ডারিং’ (মাসাকাজু কানিয়েকো-Masakazu Kanyeko)
  6. বিশেষ জুরি পুরস্কার: রেনাটা কারভালহো (Renata Carvalho ) [ব্রাজিল]
  7. ভারতীয় ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার : প্রসূন জোশী(Prasoon Joshi)
  8. জুরির বিশেষ উল্লেখ করা প্রথম(Debut) ফিচার ফিল্ম : ‘দ্য ওয়েলথ অফ দ্য ওয়ার্ল্ড’
  9. একজন পরিচালকের সেরা প্রথম(Debut) ফিচার ফিল্ম: পরিচালক মারি অ্যালেসান্দ্রিনির জাহোরি(Mari Alessandrini’s Zahori)৷
  10. ICFT UNESCO গান্ধী পুরস্কার: Lingui: The Sacred Bonds   
  • গোয়ায় ভারতের 52 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রিকস চলচ্চিত্র উৎসব পুরস্কারের ষষ্ঠ সংস্করণ ঘোষণা করা হয়েছে। প্রথমবার 20 নভেম্বর থেকে 28 নভেম্বর, 2021 পর্যন্ত IFFI-এর পাশাপাশি BRICS ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল।

 বিজয়ীদের তালিকা:

  1. পরিচালক অ্যামি জেফতা(Amy Jephta)-র দক্ষিণ আফ্রিকান চলচ্চিত্র 'বারাকাত' (‘Barakat’ ) এবং পরিচালক লিউবভ বোরিসোভা(Lyubov Borisova) দ্বারা পরিচালিত রাশিয়ান চলচ্চিত্র 'দ্য সান আবভ মি নেভার সেটস'(‘The Sun above Me Never Sets’) ষষ্ঠ সংস্করণ BRICS চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ভাগ করে নিয়েছে।
  2. ব্রাজিলিয়ান চলচ্চিত্র নির্মাতা লুসিয়া মুরাত (Lúcia Murat) তাঁর তথ্যচিত্র 'আনা' (‘Ana’)-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পান।
  3. ভারতীয় অভিনেতা ধানুশ( Dhanush) 'অসুরান' (‘Asuran’)-এ তাঁর ভূমিকার জন্য সেরা অভিনেতা (পুরুষ) জিতেছেন।
  4. ব্রাজিলিয়ান অভিনেতা লারা বোল্ডোরিনি(Lara Boldorini) 'অন হুইলস' (‘On Wheels’)-এ তাঁর ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেতা (মহিলা) সম্মান পেয়েছেন।
  5. পরিচালক ইয়ান হান(Yan Han)-কে তাঁর চলচ্চিত্র ‘এ লিটল রেড ফ্লাওয়ার ফ্রম চায়না’(‘A Little Red Flower from China’)-এর জন্য  বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হয়েছে।
  • ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) ‘ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন জার্নালিজম -2021’ যৌথভাবে এনডিটিভি-র শ্রীনিবাসন জৈন (Sreenivasan Jain)এবং মরিয়ম আলাভি (Mariyam Alavi)এবং "দ্য উইক"-এর লক্ষ্মী সুব্রহ্মনিয়ান (Lakshmi Subramanian) এবং ভানু প্রকাশ চন্দ্র( Bhanu Prakash Chandra)-কে দেওয়া হয়েছে৷ এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ঋতিকা চোপড়া (Ritika Chopra)-কে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য ‘আইপিআই ইন্ডিয়া পুরস্কার -2020’ দেওয়া হয়েছে।
  • আয়াজ মেমন(Ayaz Memon)-এর লেখা ‘ইন্ডিয়ান ইনিংস: দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্রিকেট ফ্রম 1947’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বলা যেতে পারে এটি গত 70 বছরের ভারতীয় ক্রিকেটের বেশ কিছু অন্তর্দৃষ্টির একটি সংকলন ।  
  • HSBC ইন্ডিয়া ভারতে প্রথম ক্রেডিট কার্ড চালু করেছে যা পুনর্ব্যবহৃত পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) প্লাস্টিক থেকে তৈরি। কার্ডগুলি 85 শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি করা হয়েছে এবং প্রতিটি কার্ড সামগ্রিক কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করার পাশাপাশি 3.18 গ্রাম প্লাস্টিক বর্জ্য সংরক্ষণ করবে।
  • আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত  ইন্টারপোলের  89 তম সাধারণ পরিষদের সভায় ইন্সপেক্টর জেনারেল আহমেদ নাসের আল-রাইসি(Ahmed Naser Al-Raisi) [সংযুক্ত আরব আমিরাত]-কে 4 বছরের মেয়াদের জন্য তার প্রেসিডেন্ট নির্বাচিত করেছে৷ তিনি দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়ান (Kim Jong Yan)-এর স্থলাভিষিক্ত হয়েছেন।
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বন্যার সমস্যা মোকাবিলা করার জন্য দক্ষিণ কোরিয়া শীঘ্রই বিশ্বের প্রথম ভাসমান শহর গড়তে চলেছে। শহরটি দক্ষিণ কোরিয়ার বুসানের উপকূলে নির্মিত হবে এবং সম্ভবত 2025 সালের মধ্যে এটি সম্পূর্ণ হবে। 
  • আমেরিকান প্রকাশনা সংস্থা মেরিয়াম-ওয়েবস্টার তার 2021 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে "ভ্যাকসিন"(“vaccine” ) শব্দটিকে বেছে নিয়েছে।
  • ভারতীয় স্কোয়াশ তারকা, সৌরভ ঘোষাল (Saurav Ghosal ) মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ 2021 জিতে প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসাবে ইতিহাস রচনা করেছেন। অন্যদিকে, 2021 মালয়েশিয়ান ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে একক শিরোপা জিতেছেন মালয়েশিয়ার আইফা  আজমান (Aifa Azman)। 

 

Related Post