9 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 10 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

9 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

1. 2017-2019 সালের জন্য সপ্তম বারে ‘ড.এম এস স্বামীনাথন পুরস্কার’ -এতে ভূষিত করা হল ডঃ ভি প্রবীণ রাওকে।

2. অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে Disney Byju-এর আর্লি লার্ন অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়েছে।

3. ফোর্বসের ক্ষমতাশালী মহিলাদের বার্ষিক তালিকায় বিশ্বের 100 জন ক্ষমতাশালী মহিলাদের মধ্যে

 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 37তম স্থানে রয়েছেন।

4. ভারতীয় ভারোত্তোলক ঝিল্লি দালাবেহেরা উজবেকিস্তানের তাসখন্দে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 49 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।

5. প্রখ্যাত শিক্ষাবিদ এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ক নন্দ কিশোর পুস্তি 2021 সালের ডিসেম্বরে প্রয়াত হলেন।

6. 8-14 ডিসেম্বর 2021 ‘National Energy Conservation’ সপ্তাহ পালন করা হচ্ছে।

7. National Mission for Clean Ganga (NMCG) এবং Centre for Ganga River Basin Management and Studies (c-Ganga) 9-14 ডিসেম্বর, 6তম ইন্ডিয়া ওয়াটার ইমপ্যাক্ট সামিট (IWIS) আয়োজন করছে।

8. Lowy Institute Asia Power Index 2021-এর রিপোর্ট অনুসারে ভারতের নাম এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ হিসাবে উঠে এসেছে।

9. ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এয়ার সংস্করণটি 8 ডিসেম্বর, ওড়িশা উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ চাদিপুর থেকে, সুপারসনিক যুদ্ধবিমান Sukhio-30 MK-I থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

10. ল্যানসেন্ট জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় বলা হচ্ছে, বিশ্বের জনসংখ্যা পরের শতাব্দীতে প্রথমবারের মতো হ্রাস পেতে চলেছে।

11. ফিচ রেটিং ভারতের জন্য অর্থনৈতিক বৃদ্ধির প্রান্তিক অনুমানকে 8.7 শতাংশের থেকে বর্তমান আর্থিক বছরের (2021-2022) জন্য 8.4 শতাংশে কমিয়ে দিয়েছে৷

12. দুর্নীতি থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। 2021 সালের থিম “Your right, your role : say no to corruption.”

13. Google একটি ওপেন সোর্স Software Developer Kit (SDK) তৈরি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সাথে কাজ করছে৷

14. 8 ডিসেম্বর, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম জাপানি পর্যটক হলেন বিলিয়নেয়ার ইউসাকু মায়েজাওয়া।

15. 8 ডিসেম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2024 সাল পর্যন্ত অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে।

16. কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন-বেতওয়া নদী গুলির আন্তঃ-সংযুক্তকরণ প্রকল্পের অর্থায়ন এবং বাস্তবায়নের অনুমোদন করেছে।দাউধন বাঁধ নির্মাণের মাধ্যমে কেন থেকে বেতওয়া নদীতে জল স্থানান্তর এবং দুটি নদীর সংযোগকারী একটি খাল প্রকল্পটিতে উল্লিখিত আছে।

17. প্রতি বছর 9 ডিসেম্বর International Day of Commemoration and Dignity of the Victims of the crime of Genocide and the Prevention of this crime (গণহত্যার অপরাধের শিকারদের স্মরণ ও মর্যাদার আন্তর্জাতিক দিবস) হিসেবে পালন করা হয়।

18. ভারতের Environment Forest and Climate Change মন্ত্রনালয়ে পরিবেশ এবং বন দপ্তেরর সচিব তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় অবস্থিত কাজুভেলি জলাভূমিকে 16 তম পাখি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছেন৷

 

Related Post