12 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 13 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

12 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 11 ডিসেম্বর মহাকবি সুব্রহ্মনিয়ান ভারতী -এর জন্মবার্ষিকী পালন করা হয়।
  2. Universal Health Coverage Day প্রতি বছর 12 ডিসেম্বর পালন করা হয়। 2021 সালের থিম-“Leave No one Behind when it comes to Health : Invest in Health Systems for All”
  3. প্রতি বছর 12 ডিসেম্বর ‘International Day of Neutrality’ পালন করা হয়।
  4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 11 ডিসেম্বর 2021-এ উত্তর প্রদেশের বলরামপুর জেলায়  সরযু ক্যানেল ন্যাশনাল প্রোজেক্ট (Saryu Canal National Project)-এর উদ্বোধন করেছেন।
  5. ত্রিপুরা সরকার সাব্রুমের মনু বাঁকুলে একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে।
  6. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami ) দেরাদুনে  ‘মিল্ক প্রাইস ইন্সেনটিভ স্কিম’(‘Milk Price Incentive Scheme‘ ) এর সূচনা  করেছেন। এই স্কিমটির  লক্ষ্য  হল উত্তরাখণ্ডের প্রায় 53,000 জন মানুষকে  সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা।   
  7. প্রতিরক্ষা মন্ত্রক (MoD), গান্ধীনগরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন (Indian Institute of Teacher Education - IITE)-এর সাথে একটি সমঝোতা স্মারক(MoU) স্বাক্ষর করেছে৷ এই প্রতিষ্ঠানটি সৈনিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের সুবিধা দেবে।  
  8. পদ্মশ্রী শ্রীনিবাস উদ্গাতা(Srinivas Udgata) ‘কলিঙ্গ সাহিত্য পুরস্কার’, অরুণ কমল(Arun Kamal) ‘কলিঙ্গ সাহিত্য আন্তর্জাতিক পুরস্কার’, দিব্যা দত্ত(Divya Dutta) কলিঙ্গ  সাহিতিক (মহিলা লেখকা) পুরস্কারে ভূষিত হয়েছেন।
  9. ZEE Entertainment Enterprises Limited (ZEEL)-এর প্রেসিডেন্ট অমিত গোয়েঙ্কা(Amit Goenka) 11 ডিসেম্বর, ব্রিটিশ যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে 21 শতকের আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন।
  10. উত্তর প্রদেশের পশ্চিমে বিজনোর থেকে প্রায় 10 কিমি দূরে মধ্য গঙ্গা ব্যারেজের উপর অবস্থিত হায়দারপুর জলাভূমি, জলাভূমি সম্পর্কিত 1971 রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত হয়েছে।    
  11. Wheebox দ্বারা প্রকাশিত ইন্ডিয়া স্কিলস রিপোর্ট (ISR) 2022-এর নবম সংস্করণে, নিয়োগযোগ্য প্রতিভার  নিরিখে  মহারাষ্ট্র শীর্ষস্থানে রয়েছে, তার পরবর্তী স্থানে রয়েছে  উত্তরপ্রদেশ এবং কেরালা । ISR 2022-এর থিম - ‘Rebuilding and Reengineering the Future of Work’।  
  12. DRDO (Defence Research and Development Organization) এবং ভারতীয় বিমান বাহিনী 11 ডিসেম্বর,  পোখরান রেঞ্জ থেকে দেশীয় হেলিকপ্টার - SANT (Stand-off Anti-tank) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।  
  13. Kotak Mahindra General Insurance Company Ltd. এবং Vasai Vikas Sahakari Bank Ltd. একটি কৌশলগত জোট ঘোষণা করেছে৷
  14. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 10 ডিসেম্বর ভারতীয়-আমেরিকান গৌতম রাঘবন(Gautam Raghavan)-কে, হোয়াইট হাউস অফিসের ‘প্রেসিডেন্সিয়াল পার্সোনেল’  প্রধান পদে নিযুক্ত করেছেন।
  15. বাহরাইনের রিফা শহরে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ইভেন্ট  চতুর্থ এশিয়ান ইয়ুথ প্যারা গেমস (AYPG) -এ ভারত 41টি পদক (12টি স্বর্ণ, 15টি রৌপ্য, 14টি ব্রোঞ্জ) জিতেছে৷   
  16. দিব্যাংশ সিং পানওয়ার(Divyansh Singh Panwar) পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পরপর দুটি শিরোপা জিতেছেন।
  17. 10 ডিসেম্বর  2021 তারিখে তাসখন্দে অনুষ্ঠিত কমনওয়েলথ  চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গা (Jeremy Lalrinnunga)পুরুষদের 67 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। এই চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলক হাজারিকা পপি (Hazarika Popy) মহিলাদের 59-কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন৷   

 

Related Post