14 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্রতি বছর 14 ডিসেম্বর ভারতে ‘জাতীয় শক্তি সংরক্ষণ দিবস’(‘National Energy Conservation Day’ ) পালিত হয়।
2. হিমাচল প্রদেশ সরকার মধ্যপ্রদেশের আদলে উচ্চবর্ণের জন্য একটি কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। কমিশনের নাম হবে 'সামান্য ভার্গ আয়োগ' (‘Samanya Varg Aayog’)।
3. কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী, ডঃ বীরেন্দ্র কুমার(Dr Virendra Kumar) SC, ST-দের উপর অত্যাচার রুখতে জাতীয় হেল্পলাইন চালু করেছেন। হেল্পলাইনটি 24X7 টোল-ফ্রি নম্বরে পাওয়া যাবে – 14566।
4. মধ্যপ্রদেশের, গোয়ালিয়রে দেশের প্রথম ড্রোন মেলার আয়োজন করা হয়েছিল।
5. সুন্দরম ক্লাইমেট ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা এবং ক্লিনটেক স্টার্ট-আপগুলিতে একজন বিনিয়োগকারী মৃদুয়ালা রমেশ (Mriduala Ramesh), “Watershed: How We Destroyed India’s Water And How We Can Save It” শিরোনামের একটি নতুন বই লিখেছেন। .
6. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh ) 1971 সালের যুদ্ধে ভারতের বিজয়ের 50 বছর স্মরণে ‘স্বর্ণিম বিজয় পর্ব’(‘Swarnim Vijay Parv’)-এর উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ‘ওয়াল অফ ফেম-1971 ইন্দো-পাক ওয়ার’-এর উদ্বোধন করেছেন।
7. লোকপালের চেয়ারপারসন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ (Pinaki Chandra Ghose) অভিযোগ পরিচালনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন৷ পোর্টালটির নাম 'লোকপালঅনলাইন' এবং এটি দেশের সকল নাগরিক সহজেই ব্যবহার করতে পারবেন।
8. ভারত 13 ডিসেম্বর সফলভাবে DRDO দ্বারা উন্নত একটি দূরপাল্লার সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো (SMART) সিস্টেমের পরীক্ষা করেছে৷
9. B states-ক্যাটাগরির অধীনে 2022-2023, এই দুবছরের জন্য ভারত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (IMO) কাউন্সিল-এ পুনঃনির্বাচিত হয়েছে।
10. টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক(Elon Musk)-কে 2021 সালের জন্য টাইম ম্যাগাজিনের “Person of the Year” হিসাবে মনোনীত করা হয়েছে।
11. সংযুক্ত আরব আমিরশাহি 1 জানুয়ারি, 2022 থেকে তার বিদ্যমান পাঁচ দিনের কর্ম দিবসকে সাড়ে চার দিনে পরিবর্তন করার কথা ঘোষণা করেছে। নতুন সময়সূচী অনুসারে, সোমবার থেকে বৃহস্পতিবার কাজের সময় সকাল 7.30 থেকে দুপুর 3.30, এরপর শুক্রবার সকাল 7.30 থেকে দুপুর 12.00 পর্যন্ত একটি অর্ধেক কর্মদিবস রাখা হয়েছে । নতুন নিয়মে শনি ও রবিবার পুরো দিনের ছুটি।
12. দুবাই বিশ্বের প্রথম সরকার 100 শতাংশ কাগজবিহীন সরকার-এর মর্যাদা পেয়েছে।
13. লিভারপুলে G7 পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেনের নিকটবর্তী রাশিয়ার সামরিক অবরোধের নিন্দা করেন এবং দেশটিকে উত্তেজনা কমানোর আহ্বান জানান। G7 দেশগুলির গ্রুপটি রাশিয়াকে বড় পরিণতির মুখোমুখি হতে হবে এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে।
14. চিনের রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping) এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)-এর 15 ডিসেম্বর, 2021-এ একটি ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে৷ চিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই খবরটি দিয়েছেন৷
15. পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির প্রাক্তন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফয়সাল হাসনাইন (Faisal Hasnain)-কে তার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসাবে নিযুক্ত করেছে। তিনি ওয়াসিম খান(Wasim Khan)-এর স্থলাভিষিক্ত হবেন৷
16. থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপ-এ ভারত 2টি স্বর্ণ এবং 4টি রৌপ্য পদক সহ মোট 6টি পদক জিতেছে।