28 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Dec 29 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

28  ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 25 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী বিশ্ব সঙ্গীত তানসেন উৎসব’-এর 97 তম সংস্করণের সূচনা হয়েছে।
  2. 27 ডিসেম্বর বারাণসীতে প্রথম তিন দিন ব্যাপী কাশী ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে।  উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে।   
  3. জনসাধারণের দ্বারা প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বর্জন করে কাপড়ের ব্যাগের ব্যবহারকে উৎসাহিত করতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন(M.K. Stalin) মেন্ডুম মাঞ্জপ্পাই’ প্রকল্প-এর সূচনা করেছেন।    
  4. ডকপ্রাইম টেক (Docprime tech), আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM) -এর সাথে সমন্বিতভাবে ভারতের প্রথম স্বাস্থ্য লকার(health locker) চালু করেছে। ABDM ইন্টিগ্রেটেড হেলথ লকার ব্যবহারকারীদের কোনো চার্জ ছাড়াই একটি ডিজিটাল এবং স্ব-সম্মত স্বাস্থ্য ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে ।
  5. নীতি আয়োগ 2019-20 বছরের জন্য  স্টেট হেলথ ইনডেক্স-এর চতুর্থ সংস্করণ প্রকাশ করেছে যা রাজ্যগুলির স্বাস্থ্যের ফলাফল এবং রাজ্যগুলির কর্মক্ষমতার রাঙ্কিং করেছে৷     
  6. প্রতিরক্ষা সচিব ডঃ অজয় ​​কুমার (Dr. Ajay Kumar) 27 ডিসেম্বর নয়াদিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর Annual Chief Engineers and Equipment Management Conference-এর উদ্বোধন করেছেন।    
  7. সরাসরি Paytm ওয়ালেটে আন্তর্জাতিক তহবিল স্থানান্তর করতে Paytm পেমেন্টস ব্যাঙ্ক, একটি পিয়ার-টু-পিয়ার রেমিট্যান্স কোম্পানি মানিগ্রাম( MoneyGram)-এর সাথে অংশীদারিত্ব করেছে ।     
  8. ইন্ডিয়া ইয়ামাহা মোটর (IYM) প্রাইভেট লিমিটেড ঘোষণা করেছে যে ইশিন চিহানা (Eishin Chihana ) নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মোটোফুমি শিতারা (Motofumi Shitara)-র স্থলাভিষিক্ত হয়েছেন।  
  9. আরতি কৃষ্ণন(Aarati Krishnan), বিজনেসলাইনের সম্পাদকীয় পরামর্শদাতা, মিউচুয়াল ফান্ড সম্পর্কিত ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড-এর উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে অধিষ্ঠিত হয়েছেন।  
  10. ভারতীয় বংশোদ্ভূত, নারান্দ্রান 'জোডি' কোল্লাপেন (Narandran ‘Jody’ Kollapen)-কে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ বিচার বিভাগীয় বেঞ্চ, সাংবিধানিক আদালতে নিযুক্ত করা হয়েছে।   
  11. কথাসাহিত্যের সেরা বই হিসাবে অনুকৃতি উপাধ্যায় (Anukrti Upadhyay) তাঁর উপন্যাস, ‘Kintsugi’-এর  জন্য 2021 সালের সুশীলা দেবী  অ্যাওয়ার্ড জিতেছেন৷   
  12. প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল নির্মল চন্দর ভিজ (Nirmal Chander Vij[অবসর প্রাপ্ত]- এর  নতুন বইThe riddle of Kashmir: the quest for peace in a troubled land” জম্মু ও কাশ্মীরে সংঘটিত সংঘাতের এবং পরবর্তী সময়ের একটি ‘পূর্ণ চিত্র’ দেওয়ার দাবি করেছে৷ জেনারেল ভিজের বইটি হার্পারকলিন্স ইন্ডিয়া দ্বারা প্রকাশিত হয়েছে।         
  13. সঞ্জু ভার্মা (Sanju Verma), একজন অর্থনীতিবিদ এবং বিজেপির জাতীয় মুখপাত্র, “The Modi Gambit: Decoding Modi 2.0” নামে একটি  বই লিখেছেন৷   
  14. ব্রিটিশ যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR) আনুমান করেছে যে ভারতীয় অর্থনীতি 2031 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে।   
  15. জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (MHI) H-IIA204 রকেট-এর  মাধ্যমে Inmarsat-6 F1 নামে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করে হয়েছে যা ভূ-স্থির কক্ষপথে প্রবেশ করবে, যা পৃথিবীর প্রায় 22,240 মাইল (35,790 কিলোমিটার) উপরে। 
  16. মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত ফাইনালে ধ্রুব সিতওয়ালা (Dhruv Sitwala)-কে পরাজিত করে পঙ্কজ আদবানি (Pankaj Advani) তাঁর 11 তম টুর্নামেন্ট জিতে নিজের জাতীয় বিলিয়ার্ডস খেতাব বজায় রেখেছেন।  

 

Related Post