3 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jan 4 2022 Current Affairs

3 জানুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2 জানুয়ারি 2022-এ উত্তর প্রদেশের মিরাটে ‘মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।  
  2. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘পড়ে ভারত' (‘Padhe Bharat’) নামে 100 দিনের পঠন প্রচারাভিযান সূচনা করেছেন।
  3. 3 জানুয়ারি, 2022-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মোহালির চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে কল্পনা চাওলা সেন্টার ফর রিসার্চ ইন স্পেস অ্যান্ড টেকনোলজি (KCCRSST) উদ্বোধন করেন৷   
  4. সঞ্জয় কুমার সিং (Sanjoy Kumar Singh) নয়াদিল্লিতে ইস্পাত মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন৷
  5. বিনোদ কান্নান (Vinod Kannan) 2 জানুয়ারি 2022-এ ভিস্তারা এয়ারলাইন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।      
  6. ভারতীয় রেলওয়ে পরিষেবার 1983 ব্যাচ, বিনয় কুমার ত্রিপাঠী (Vinay Kumar Tripathi )-কে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  7. অবসরপ্রাপ্ত কৃষ্ণস্বামী নটরাজন (Krishnaswamy Natarajan)-এর কাছ থেকে ভি.এস. পাঠানিয়া(V.S. Pathania) ভারতীয় কোস্ট গার্ডের 24 তম মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  8. GST কাউন্সিলের 46 তম সভা নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 
  9. কেরালায়, কোচি ওয়াটার মেট্রো প্রকল্পের জন্য নির্মিত প্রথম ব্যাটারি চালিত বৈদ্যুতিক নৌকাটি কোচি মেট্রো রেল লিমিটেডকে হস্তান্তর করা হয়েছে।
  10. গ্রাহকরা অনলাইনে পলিসি ক্রয় করা, প্রিমিয়াম পরিশোধ করা এবং অন্যান্য পরিষেবা ব্যবহার করা সহজতর করার জন্য   ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে "ডিজি জোন"-এর উদ্বোধন করেছে। 
  11. অতিমারীর প্রাদুর্ভাবের পর  ফ্রান্স বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে 10 মিলিয়নেরও বেশি কোভিড সংক্রমণের রিপোর্ট  প্রকাশ করেছে৷ ফ্রান্স,মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন এবং রাশিয়ার সাথে যোগ দিয়েছে যেখানে 10 মিলিয়নেরও বেশি মামলা রয়েছে।  
  12. জার্মান গবেষকরা অ্যান্টার্কটিকের বরফের  নীচে লুকিয়ে থাকা সামুদ্রিক জীবনের একটি ভাণ্ডার আবিষ্কার করেছেন৷
  13. চিনের সাংহাইতে, দুটি নতুন চালকবিহীন মেট্রো লাইন-এর সূচনা করেছে। দুটি নতুন লাইনের মাধ্যমে, শহরে মোট 831 কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক প্রসারিত হয়েছে।      
  14. ফ্রান্স 1 জানুয়ারী 2022 থেকে ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণ করে৷ ফ্রান্স গত 14 বছরে প্রথমবার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে৷   
  15. গবেষকরা সৌরজগতের বাইরে একটি গ্রহকে ঘিরে একটি চৌম্বক ক্ষেত্রের প্রথম লক্ষণ আবিষ্কার করেছেন৷ হাবল স্পেস টেলিস্কোপ (Hubble Space Telescope) থেকে তথ্য ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই আবিষ্কারটি করেছে।
  16. সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোক (Abdalla Hamdok) 2022 সালের জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা করেছেন।    
  17. 3 জানুয়ারী 2022-এ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ হাফিজ (Mohammad Hafeez) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। 
  18. ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতির মাধ্যমে দুবাইতে বৃষ্টি-বিঘ্নিত ওয়ান-ডে ইন্টারন্যাশনাল ফাইনালে শ্রীলঙ্কাকে নয় উইকেটে পরাজিত করে ভারত অনূর্ধ্ব-19 এশিয়া ক্রিকেট কাপ জিতেছে।

 

Related Post