18 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Feb 19 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

18 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতের দুই যমজ শহর, মুম্বাই এবং নাভি মুম্বাইকে সংযুক্ত করতে চলেছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা, ভারতে এই ধরনের উদ্যোগ  এই প্রথম, কেন্দ্রীয় নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল  (Sarbananda Sonowal) [ফেব্রুয়ারি 2022 অনুসারে], এই ধরনের  উদ্যোগের সূচনা   করলেন।
  2. ইন্দোরে শীঘ্রই প্রায় 400টি বাস বায়ো-সিএনজি-তে চালানো হবে যা একটি প্ল্যান্টের বর্জ্য থেকে তৈরি করা হবে। 19 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী ভার্চুয়ালি  উদ্বোধন করবেন।
  3. ভারত সরকার 31 মার্চ, 2026 পর্যন্ত সক্ষমতা উন্নয়ন (Capacity Development) (CD) স্কিম অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে।
  4. ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 17 ফেব্রুয়ারি, ইন্দোনেশিয়ার সভাপতিত্বে G20 সম্বেলনে প্রথম অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।
  5. ভারত 1 ডিসেম্বর, 2022 থেকে 30 নভেম্বর, 2023 পর্যন্ত G20 -এর সভাপতিত্ব করবে এবং G20 শীর্ষ সম্মেলন 2023 সালে (18 তম সংস্করণ) ভারতে অনুষ্ঠিত হবে।
  6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 18 ফেব্রুয়ারি  আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরশাহির  সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম  কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (Sheikh Mohamed bin Zayed al Nahyan)-এর  সাথে একটি ভার্চুয়াল শীর্ষ বৈঠক করেন।
  7. দেশের সামুদ্রিক নিরাপত্তাকে জোরদার করার জন্য ভারত সরকার ভাইস অ্যাডমিরাল (retd) জি. অশোক কুমার (G. Ashok Kumar)-কে ভারতের প্রথম জাতীয় সামুদ্রিক নিরাপত্তা সমন্বয়কারী হিসাবে নিযুক্ত করেছে।
  8. ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম 18 ফেব্রুয়ারি পশ্চিম সমুদ্র তীরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ।
  9. 18 ফেব্রুয়ারি একটি বিশেষ আদালত 2008 আহমেদাবাদের ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণ মামলায় 49 জন আসামির মধ্যে 38 জনকে মৃত্যুদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে।
  10. ‘ইউআরজেএ অ্যাওয়ার্ডস 2022’, পুনাওয়ালা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ডিরেক্টর মিঃ ইয়োহান পুনাওয়ালা ( Mr. Yohan Poonawalla)-কে 2022 সালের ‘বিজনেস লিডার অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করেছে। তিনি গ্র্যাভিটাস ফাউন্ডেশন ইউআরজেএ মিসেস অমরুতা ফাডনাভিসে ( Mrs. Amruta Fadnavis)-র’ পক্ষ থেকে এই পুরস্কারটি গ্রহণ করেছেন।
  11. অ্যাডিডাস বোর্ড মেম্বারদের তালিকায় ভারতের শীর্ষ টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা (Manika Batra)-কে  অন্তর্ভুক্ত করা হয়েছে।
  12. 16 ফেব্রুয়ারি আন্দামান ও নিকোবর কমান্ড (ANC) পোর্ট ব্লেয়ার এয়ারফিল্ডে একটি যৌথ নিরাপত্তা অনুশীলন পরিচালনা করে।
  13. 8. নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ডার্কনেটের মাধ্যমে মাদক পাচার মোকাবীলার সমাধান সন্ধানের প্রয়াসে একটি "ডার্কথন-2022" আয়োজন করছে।
  14. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল (SEAR) একটি  ‘কুইট টোবাকো  অ্যাপ’ (‘Quit Tobacco App’)  চালু করেছে।    
  15. জে. পি. মরগ্যান  (J.P. Morgan) বিশ্বের প্রথম ব্যাংক  হিসাবে মেটাভার্সে (metaverse)-তে  দোকান স্থাপন করেছে।     
  16. গুগল ডুডল 17 ফেব্রুয়ারি জাপানি ভাইরোলজিস্ট ডক্টর মিচিয়াকি তাকাহাশি (Dr. Michiaki Takahashi )-র 94তম জন্মবার্ষিকীকে স্মরণ করেছে৷ 
  17. জনপ্রিয় মালায়ালাম  এবং কৌতুক অভিনেতা কোট্টায়াম প্রদীপ (Kottayam Pradeep) 17 ফেব্রুয়ারি,  61  বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। 

Related Post