19 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Feb 20 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

19 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 18 ফেব্রুয়ারি ‘প্লুটো দিবস’(‘Pluto Day’) পালিত হয়।1930 সালে প্লুটো আবিষ্কারের  বার্ষিকী স্মরণ করে প্রতি বছর দিনটি পালন করা হয়।
  2. মহান মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের 392 তম জন্মবার্ষিকী 19 ফেব্রুয়ারি, 2022-এ পালিত হয়েছে৷
  3. 19 ফেব্রুয়ারি ইউ. ভি. স্বামীনাথ আইয়ার (U. V. Swaminatha lyer)-র 167 তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তিনি ছিলেন একজন প্রখ্যাত তামিল পণ্ডিত যিনি তামিল সংস্কৃতি এবং ভাষাতে তাঁর অবদানের জন্য প্রশংসিত।
  4. স্বাধীনতা সংগ্রামী গোপাল কৃষ্ণ গোখলের 107তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।তিনি ‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি’র প্রতিষ্ঠাতা ছিলেন।
  5. ভারত প্রতি বছর  19 ফেব্রুয়ারি সয়েল হেলথ কার্ড  (SHC) স্কিম চালু করার স্মরণে এবং এই প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য ‘সয়েল হেলথ কার্ড ডে’ পালন করে ।   
  6. প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার ‘বিশ্ব প্যাঙ্গোলিন দিবস’ (‘World Pangolin Day’) পালন করা হয়। 2022 সালে, এটি 19 ফেব্রুয়ারি পালিত হয়েছে।
  7. সংস্কৃতি ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) বিকানের জেলা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং কর্মশালা 'প্রমার্শ 2022' আয়োজন করেছেন ৷
  8. কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক  নিয়ম পরিবর্তন এবং পুনঃস্থাপন করার প্রকাশ করেছে৷নতুন নিয়ম অনুসারে  4 বছরের কম বয়সী শিশুদের হেলমেট এবং  দুই চাকার গাড়ি চালানোর সময় নিরাপত্তা জ্যাকেট অবশ্যই  পরতে হবে।
  9. কেরালার প্রথম ক্যারাভান পার্কটি ইদুক্কি জেলায় অবস্থিত একটি মনোরম হিল স্টেশন ভাগামনে তৈরি হতে চলেছে।
  10. মিজোরাম শীঘ্রই একটি মোটর রেসিং ট্র্যাক তৈরি করবে, যা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রথম তৈরি হতে চলেছে ৷
  11. আসাম সরকার শিক্ষার্থীদের পথ নির্দেশিকা প্রদান করতে এবং তাদের দক্ষতা বাড়াতে প্রকল্প ‘আরোহন’ নামে একটি চার বছরের মেন্টরশিপ প্রোগ্রাম চালু করবে।
  12. ড্রোন ডেলিভারি-টেক ফার্ম ‘স্কাই এয়ার’ হিমালয় সংলগ্ন অঞ্চলে ওষুধ এবং কৃষি পণ্য সরবরাহের জন্য হিমাচল প্রদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করেছে।
  13. ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (FAITH) 2035 সালের মধ্যে ভারতীয় পর্যটনকে বিশ্ববাসীর কাছে পছন্দের এবং প্রিয় করে তোলার লক্ষ্যে এবং একটি কার্যকরী উপায় সম্বলিত ‘FAITH 2035 ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করেছে।  
  14. হারভেস্টপ্লাস (HarvestPlus) এবং গ্রামীণ ফাউন্ডেশন ইন্ডিয়া (Grameen Foundation India) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে৷ এই সহযোগিতা স্বাস্থ্য ও পুষ্টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করবে, এছাড়াও এর মাধ্যমে আর্থিক এবং কৃষি-ভিত্তিক জীবিকা সহ, দুর্বল জনগোষ্ঠীকে (বিশেষ করে মহিলাদের) দারিদ্র্য এবং  লুক্কায়িত ক্ষুধা কাটিয়ে উঠতে সক্ষম করতে উদ্যোগ নেবে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি ঘটাবে।
  15. ভারত এবং সংযুক্ত আরব আমির শাহি (UAE) একটি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে; একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের মাধ্যমে দুই দেশের নেতারা এতে অংশগ্রহণ করেন। একে বলা হয় কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট (CEPA).
  16. SBI-এর গবেষণা প্রতিবেদন-Ecowrap-এর মতে, 2022 সালের তৃতীয় ত্রৈমাসিকে দেশের GDP 5.8 শতাংশ হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
  17. রো খান্না (Ro Khanna )-র  রচিত  “Dignity in a Digital Age: Making Tech Work for All of Us” নামে একটি নতুন বই প্রকাশিত হয়েছে।
  18. বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যৌথ কৌশলগত এয়ারলিফট মহড়া ‘কপ সাউথ 22’(‘Cope South 22’) পরিচালনা করবে।  
  19. লাসা ফিভার (Lassa fever) নামক একটি নতুন ভাইরাস  ব্রিটিশ যুক্তরাজ্যে উদ্বেগ সৃষ্টি করতে শুরু করেছে,  এই ভাইরাস তিনজনের মধ্যে সনাক্ত করা গেছে, যাদের মধ্যে একজন সংক্রমণে মারা গেছেন।     
  20. 15 ফেব্রুয়ারি, ‘ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2022’ মালয়েশিয়ার শাহ আলমে শুরু হয়েছে। এই চ্যাম্পিয়নশিপটি  20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ।  

Related Post