28 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 1 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

28 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিখ্যাত বিজ্ঞানী সি.ভি. রমনের সম্মানে এবং স্মরণে 28 ফেব্রুয়ারি সারা দেশে ‘জাতীয় বিজ্ঞান দিবস’ পালিত হয়। জাতীয় বিজ্ঞান দিবসের প্রতিপাদ্য ‘Integrated Approach in Science and Technology for Sustainable Future’।
  2. প্রতি বছর ফেব্রুয়ারির শেষ দিনে ‘Rare Disease Day’ পালন করা হয়। দিনটি পালনের মূল উদ্দেশ্য হল সাধারণ জনগণ এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে বিরল রোগ এবং রোগীদের জীবনে রোগটির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
  3. 27 ফেব্রুয়ারি 2022-এ স্বাধীনতা সংগ্রামী  চন্দ্র শেখর আজাদ (Chandra Shekhar Azad)-এর 91তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি  23 জুলাই, 1906 সালে জন্মগ্রহন করেন।
  4. কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর 26 ফেব্রুয়ারি  'মেরি পলিসি, মেরে হাত' স্কিমটি চালু করেন। যার লক্ষ্য কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসলের বীমা করতে অনুপ্রাণিত করা।
  5. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি (Y.S. Jagan Mohan Reddy) 27 ফেব্রুয়ারি নেভাল ডকইয়ার্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত গাইডেড-মিসাইল স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনমকে উৎসর্গ করেছেন যা ‘সিটি অফ ডেসটিনি’ - বিশাখাপত্তনমের নামে নামকরণ করা হয়েছে।
  6. ভারতের মধ্যে প্রথম-রাত্রিকালিন ন্যাভিগেশন মোবাইল অ্যাপ্লিকেশন আসামের ব্রহ্মপুত্র নদের ফেরিগুলির জন্য 2022 সালের ফেব্রুয়ারিতে চালু করা হয়েছে৷
  7. IIT দিল্লি স্টার্ট-আপ "বিশ্বের সবচেয়ে ছোট" পরিধানযোগ্য এয়ার পিউরিফায়ার চালু করেছে এবং দাবি করেছে যে এটি  N95 ফেস মাস্কের মতো কার্যকর।
  8. রাজস্থানে উটের সংখ্যা ক্রমহ্রাসমান  হওয়ার ফলে, রাজস্থান সরকার 2022-23 বাজেটে একটি 'উট সুরক্ষা এবং উন্নয়ন নীতি' (‘Camel Protection and Development Policy’) ঘোষণা করেছে।
  9. জিমি সোনি (Jimmy Soni) তাঁর নতুন বই ‘দ্য ফাউন্ডারস: দ্য স্টোরি অফ পেপাল অ্যান্ড দ্য এন্টারপ্রেনারস হু শেপড সিলিকন ভ্যালি’ প্রকাশ করেছেন। এটির সাইমন অ্যান্ড শুস্টার  প্রকাশনা সংস্থা।
  10. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং লোকহিতৈষী, বিল গেটস (Bill Gates) পাকিস্তানে পোলিও নির্মূলে সহায়তা করার জন্য সেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হিলাল-ই-পাকিস্তান (Hilal-e-Pakistan) সম্মানে ভূষিত হয়েছেন।
  11. ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স’ (C-DOT)- কে 12 তম বার্ষিক এজিস গ্রাহাম বেল পুরস্কার (Annual Aegis Graham Bell Awards)-এ ভূষিত করা হল।মুখ্যত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশীয়ভাবে ডিজাইন করা  এবং উদ্ভাবনী টেলিকম প্রযুক্তির জন্য বিতরণী অনুষ্ঠানে তিনটি বিভাগে সংস্থাটিকে পুরস্কার দেওয়া হল।
  12. 27 ফেব্রুয়ারি, চিন মহাকাশে 22টি উপগ্রহ স্থাপনের জন্য একটি লং মার্চ-8 রকেট উৎক্ষেপণ করেছে।
  13. মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসন (Ketanji Brown Jackson )-কে সুপ্রিম কোর্টে মনোনীত করেছেন।তিনি বিচারক হিসাবে সুপ্রিম কোর্টে কাজ করলে আদালতের 233 বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হবেন।
  14. মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রধান আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম SWIFT থেকে রাশিয়ান কিছু সংখ্যক ব্যাঙ্ককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ককের  সম্পদের ব্যবহারও স্থগিত রাখা হবে, যা মস্কোর বৈদেশিক রিজার্ভ অধিগত করার ক্ষমতাকে সীমিত করবে। 
  15. ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চতুর্থ দিনে, রাশিয়া "ইউক্রেনের আন্তোনোভ-225 কার্গো প্লেন" নামে বিশ্বের বৃহত্তম বিমানটি ধ্বংস করেছে।
  16. টেনিসে, রাফায়েল নাদাল (Rafael Nadal) [স্পেন], ব্রিটিশ এক নম্বর খেলোয়াড় ক্যামেরন নরি (Cameron Norrie)-কে 6-4, 6-4   পয়েন্টে পরাজিত করে ‘মেক্সিকান ওপেন 2022’-এর একক শিরোপা (এটি ‘অ্যাকাপুলকো শিরোপা’ নামেও পরিচিত) জিতেছেন । 

 

Related Post