18 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 19 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

18 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 18 মার্চ সারা বিশ্বে ‘Global Recycling Day’ পালিত হয়। গ্লোবাল রিসাইক্লিং ডে 2022-এর থিম হল ‘Recycling Fraternity’
  2.  ‘World Sleep Day’ 2022 সালে 18 ই মার্চ উদযাপিত হয়েছে । World Sleep Day, 2022-এর থিম হল ‘Quality Sleep, Sound Mind, Happy World’
  3. প্রতি বছর 18ই মার্চ ‘Ordnance Factories’ Day’ পালন করা হয়।
  4. 2022 সালে 18 মার্চ, পশ্চিমবঙ্গ বসন্ত ঋতুর সূচনাকে চিহ্নিত করে ‘দোল উৎসব’ বা ‘দোল যাত্রা’, রঙের উৎসব উদযাপন করা হয়েছে।
  5. 17 মার্চ  ত্রিপুরার ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণু দেব ভার্মা (Jishnu Dev Varma) 2022-23- সালের এর জন্য 26,893 কোটি টাকার কর-মুক্ত বাজেট পেশ করেছেন।   
  6. 17 মার্চ  কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি রাজ্য মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, নতুন দিল্লিতে  'India and the Arctic: building a partnership for sustainable development’ শীর্ষক ভারতের আর্কটিক নীতি প্রকাশ করেছেন।
  7.  17 ই মার্চ  রুরাল ডেভেলপমেন্ট এন্ড পঞ্চায়েতি রাজ্ মন্ত্রী গিরিরাজ (Giriraj) মন্ত্রকের ‘Disaster Management Plan’ প্রকাশ করেছেন।     
  8. Reserve Bank of India (RBI), RBL Bank-এর অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সেকিউটিভে অফিসার রাজীব আহুজার (Rajeev Ahuja) মেয়াদ আরও তিন মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে ৷
  9. তেলেঙ্গানা ভারতের প্রথম রাজ্য যেখানে শস্যের  বৈচিত্র্যের বিভিন্ন প্যাটার্ন রেকর্ড করার মাধ্যমে ‘Crop Diversification Index’ (CDI) প্রকাশ করা সম্ভব হয়েছে ।
  10. ভারতীয় রেলওয়ে ভবিষ্যতে 2030 সালের মধ্যে রেল ব্যবস্থার উন্নয়নের জন্য ‘National Rail Plan (NRP) for India- 2030’ নিয়ে এসেছে ।
  11. 2022-2023 সালের জন্য Confederation of Indian Industry (CII)-এর দক্ষিণ অঞ্চলের চেয়ারপার্সন হিসাবে সুচিত্রা কে এলা (Suchitra K Ella)-কে নিযুক্ত করা হয়েছে ৷ CII চেয়ারম্যান হিসেবে কমল বালি (Kamal Bali)-কে নিয়োগ করেছে ।         
  12. Banks Board Bureau (BBB) ​​SBI-এর ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য SBI-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অলোক কুমার চৌধুরী (Alok Kumar Choudhary)-কে নিয়োগ করার সিন্ধান্ত নিয়েছে ৷
  13. প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক গুন্ডাপ্পা রঙ্গনাথ বিশ্বনাথ (Gundappa Ranganatha Viswanath) তার আত্মজীবনী “Wrist Assured: An Autobiography” প্রকাশ করেছেন, বইটির সহ-লেখক সিনিয়র সাংবাদিক আর কৌশিক (R Kaushik) । 
  14. জাম্বিয়া প্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতি রুপিয়াহ বোয়েজানি বান্দা (Rupiah Bwezani Banda) প্রয়াত হয়েছেন
  15. তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (John Magufuli) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন
  16. আফগানিস্তানের হাশমতুল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi) দেশের প্রথম ব্যাটসম্যান যিনি টেস্ট  ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।

 

Related Post