18 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স
-
প্রতি বছর 18 মার্চ সারা বিশ্বে ‘Global Recycling Day’ পালিত হয়। গ্লোবাল রিসাইক্লিং ডে 2022-এর থিম হল ‘Recycling Fraternity’।
-
‘World Sleep Day’ 2022 সালে 18 ই মার্চ উদযাপিত হয়েছে । World Sleep Day, 2022-এর থিম হল ‘Quality Sleep, Sound Mind, Happy World’ ।
-
প্রতি বছর 18ই মার্চ ‘Ordnance Factories’ Day’ পালন করা হয়।
-
2022 সালে 18 মার্চ, পশ্চিমবঙ্গ বসন্ত ঋতুর সূচনাকে চিহ্নিত করে ‘দোল উৎসব’ বা ‘দোল যাত্রা’, রঙের উৎসব উদযাপন করা হয়েছে।
-
17 মার্চ ত্রিপুরার ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণু দেব ভার্মা (Jishnu Dev Varma) 2022-23- সালের এর জন্য 26,893 কোটি টাকার কর-মুক্ত বাজেট পেশ করেছেন।
-
17 মার্চ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি রাজ্য মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, নতুন দিল্লিতে 'India and the Arctic: building a partnership for sustainable development’ শীর্ষক ভারতের আর্কটিক নীতি প্রকাশ করেছেন।
-
17 ই মার্চ রুরাল ডেভেলপমেন্ট এন্ড পঞ্চায়েতি রাজ্ মন্ত্রী গিরিরাজ (Giriraj) মন্ত্রকের ‘Disaster Management Plan’ প্রকাশ করেছেন।
-
Reserve Bank of India (RBI), RBL Bank-এর অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সেকিউটিভে অফিসার রাজীব আহুজার (Rajeev Ahuja) মেয়াদ আরও তিন মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে ৷
-
তেলেঙ্গানা ভারতের প্রথম রাজ্য যেখানে শস্যের বৈচিত্র্যের বিভিন্ন প্যাটার্ন রেকর্ড করার মাধ্যমে ‘Crop Diversification Index’ (CDI) প্রকাশ করা সম্ভব হয়েছে ।
-
ভারতীয় রেলওয়ে ভবিষ্যতে 2030 সালের মধ্যে রেল ব্যবস্থার উন্নয়নের জন্য ‘National Rail Plan (NRP) for India- 2030’ নিয়ে এসেছে ।
-
2022-2023 সালের জন্য Confederation of Indian Industry (CII)-এর দক্ষিণ অঞ্চলের চেয়ারপার্সন হিসাবে সুচিত্রা কে এলা (Suchitra K Ella)-কে নিযুক্ত করা হয়েছে ৷ CII চেয়ারম্যান হিসেবে কমল বালি (Kamal Bali)-কে নিয়োগ করেছে ।
-
Banks Board Bureau (BBB) SBI-এর ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য SBI-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অলোক কুমার চৌধুরী (Alok Kumar Choudhary)-কে নিয়োগ করার সিন্ধান্ত নিয়েছে ৷
-
প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক গুন্ডাপ্পা রঙ্গনাথ বিশ্বনাথ (Gundappa Ranganatha Viswanath) তার আত্মজীবনী “Wrist Assured: An Autobiography” প্রকাশ করেছেন, বইটির সহ-লেখক সিনিয়র সাংবাদিক আর কৌশিক (R Kaushik) ।
-
জাম্বিয়া প্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতি রুপিয়াহ বোয়েজানি বান্দা (Rupiah Bwezani Banda) প্রয়াত হয়েছেন।
-
তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (John Magufuli) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।
-
আফগানিস্তানের হাশমতুল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi) দেশের প্রথম ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।