20 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 21 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

20 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 20 মার্চ সারা বিশ্বে ‘International Day of happiness’ পালিত হয় ৷ International Day of happiness 2022-এর থিম হল ‘Keep Calm, Stay Wise and Be Kind’৷ 
  2. প্রতি বছর 20 মার্চ ‘World Sparrow Day’ (WSD) পালিত হয়। World Sparrow Day 2022-এর থিম হল “LOVE Sparrows”
  3. প্রতি বছর 20 মার্চ ‘World Oral Health Day’ পালন করা হয়। 2021-2023 আগামী তিন বছরের জন্য Oral Health Day- এর থিম: ‘Be Proud of Your Mouth’
  4. প্রতি বছর 20 মার্চ ‘UN French Language Day’ পালন করা হয়। 2010 সালে জাতিসংঘের জনতথ্য বিভাগ (UN’s Department of Public Information) দ্বারা দিনটি প্রতিষ্ঠিত হয়।
  5. ত্রিপুরার 7,000-এর বেশি বেশি চা বাগান শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ত্রিপুরা রাজ্য সরকার “Mukhyamantri Chaa Srami Kalyan Prakalpa” নামে একটি বিশেষ প্রকল্প ঘোষণা করেছে ৷
  6. 20 মার্চ ওড়িশা-তে ‘Pakhala Dibas’ পালন করা হয়েছে , যা বহু বছর ধরে  রাজ্যের প্রধান প্রধান খাদ্যের জনপ্রিয়তা চিহ্নিত করবে।
  7. 20 মার্চ মুখ্যমন্ত্রী পদপ্রাপ্তির দ্বিতীয় মেয়াদের জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিং  (Nongthombam Biren Singh) নির্বাচিত হন।
  8. জম্মু ও কাশ্মীর সরকার GI-ট্যাগযুক্ত কাশ্মীরি কার্পেটের জন্য Quick Response (QR) কোড চালু করেছে। 2022 সালের মার্চ মাসে GI-ট্যাগযুক্ত কার্পেট প্রথম নয়াদিল্লি থেকে জার্মানিতে রপ্তানি করা হয়েছে ।
  9. Axis Bank, ‘IFR Asia’s Asian Bank of the Year’ পুরস্কার পেয়েছে। ফিনান্স এশিয়াস কান্ট্রি অ্যাওয়ার্ডের অন্তর্গত ব্যাঙ্কটি ‘Best DCM House in India’ পুরস্কারও জিতেছে।
  10. কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেড, ‘ASSOCHAM Award’s Best MSME Bank’ বার্ষিক পুরস্কার পেয়েছে।  
  11. UN World Happiness Report 2021- এ প্রকাশিত 149টি দেশের মধ্যে ভারত 139তম স্থানে রয়েছে ।
  12. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিং (Rajnath Singh), Aeronautical Development Established (ADE)-এ যেটি কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত, সেখানে একটি নতুন ফ্লাইট কন্ট্রোল সিস্টেম (FCS) ইন্টিগ্রেশন কমপ্লেক্সের উদ্বোধন করেছেন ৷ 
  13. প্রথম আফ্রিকান হিসাবে পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো থেকে একজন আকির্টেক্ট ডিবেডো ফ্রান্সিস কেরে (Diebedo Francis Kere) 51 তম ‘Pritzker Architecture Prize’ জিতেছেন ৷    
  14. The Asian Cricket Council (ACC) তার বর্তমান সভাপতি জয় শাহে (Jay Shah)-র মেয়াদ  সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য বাড়িয়েছে
  15. Tata Consultancy Services (TCS) -এর বোর্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে আইটি প্রধান, রাজেশ গোপিনাথন (Rajesh Gopinathan)-কে পুনরায় পাঁচ বছরের জন্য নিয়োগ করার কথা ঘোষণা করেছে ৷   
  16. 14 মার্চ থেকে 01 এপ্রিল 2022 পর্যন্ত, North Atlantic Treaty Organization (NATO) নরওয়েতে বিশাল সামরিক মহড়া ‘Cold Response 2022’-এর আয়োজন করেছে।
  17. 19 মার্চ কাতারের দোহাতে অনুষ্ঠিত 19 তম ‘Asian Billiards Championship 2022’ -এ পঙ্কজ আদবানি (Pankaj Advani) ধ্রুব সিতওয়ালা (Dhruv Sitwala)-কে 6-2 ব্যবধানে পরাজিত করে, তাঁর বিলিয়ার্ড-এর কেরিয়ারে অষ্টম শিরোপা জিতেছেন।     

 

Related Post