25 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Mar 26 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

25 মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. জাতিসংঘ প্রতি বছর 25 মার্চ ‘International Day of Solidarity with Detained and Missing Staff Members’ দিবস হিসাবে পালন করে।
  2. প্রত্যেক বছর 25 মার্চ ‘International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave’ পালন করা হয়। 2022-এ দিবসটির থিম: “Stories of Courage: Resistance to Slavery and Unity against Racism” ।
  3. আসাম রাইফেলস-এর উদযাপন ও সম্মান জানানোর জন্য প্রতি বছর 24 শে মার্চ ‘উত্থাপন দিবস’ (‘Raising Day’) পালিত হয় । 2022 সালে ভারতের প্রাচীনতম আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস-এর 187তম উত্থাপন দিবস পালিত হয়।        
  4. মাতৃগর্ভে থাকা শিশুর আবির্ভাব উপলক্ষ্যে 25 মার্চ দিনটিকে ‘International Day of the Unborn Child’ হিসাবে পালন করা হয়।
  5. 24 মার্চ নয়াদিল্লিতে মাননীয় মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) Border Roads Organisation (BRO)-এর একটি পর্যটন পোর্টাল (https://marvels.bro.gov.in) উদ্বোধন করলেন।  
  6. 24 মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) রাজধানীর 17টি শহরের বনকে “World-Class Level” বনে উন্নীত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ৷     
  7. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক CSB ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে প্রলয় মন্ডল (Pralay Mondal)-কে নিয়োগের অনুমোদন দিয়েছে ৷  
  8. 1 এপ্রিল, 2022 থেকে তিন বছরের জন্য জাপানের হিসাশি তাকিউচি (Hisashi Takeuchi) মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন।
  9. কিরণ মজুমদার শাহ (Kiran Mazumdar Shaw),যিনি বায়োকন এবং বায়োকন বায়োলজিক্সের এক্সিকিউটিভ চেয়ারপারসন, তিনি স্কটল্যান্ডের ‘Royal Society of Edinburgh’ (RSE)-এর ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন ৷     
  10. 25 মার্চ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind) ভারতীয় নৌ জাহাজ (INS) ‘Valsura’-কে মর্যাদাপূর্ণ ‘President’s Colour’ পুরস্কারটি প্রদান করেন।
  11. চিলির সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর মারিও মার্সেল (Mario Marcel) ‘Central Banking Awards 2022’-এর অন্তর্গত ‘গভর্নর অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ৷
  12. চারটি দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং ইউনাইটেড কিংডম-এর সশস্ত্র বাহিনীকে নিয়ে মালয়েশিয়া ‘Bersama Shield 2022 Training Exercise’- এর আয়োজন করবে।     
  13. 24 মার্চ উত্তর কোরিয়া একটি নতুন Inter Continental Ballistic Missile (ICBM) নিক্ষেপ করেছে।
  14. কাতারে অনুষ্ঠিত ‘FIFA World Cup’ 2022-এর অফিসিয়াল স্পনসর হিসাবে 24 মার্চ এডু-টেক কোম্পানি BYJU’s -কে মনোনীত করা হয়েছে।      
  15. গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট (GIF)-এর স্রষ্টা স্টিফেন উইলহাইট (Stephen Wilhite) কোভিড -19 সম্পর্কিত অসুখের কারণে 74 বছর বয়সে প্রয়াত   হলেন।  
  16. প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক এবং সংসদের সদস্য, থালেকুনিল বাশির (Thalekunnil Basheer) 25 মার্চ প্রয়াত   হলেন।
  17. প্রথম মহিলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন আলব্রাইট (Madeleine Albright), 23 মার্চ ক্যান্সারে প্রয়াত   হলেন।    

 

Related Post