10 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 11 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

10 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স   

  1. হোমিওপ্যাথি এবং বিশ্ব চিকিৎসায় এর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 10 এপ্রিল ‘World Homeopathy Day’ পালিত হয়। এই বছর, ভারতে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের থিম হল ‘People’s Choice for Wellness’।
  2. ‘Palm Sunday’ 10 এপ্রিল 2022 তারিখে পালন করা হয়েছে ৷ এটি ইস্টারের আগের রবিবার যা পবিত্র সপ্তাহ শুরু নির্দেশক ৷ এই বিশেষ দিনটিতে জেরুজালেমে যিশুর আগমনকে নির্দেশ করে।
  3. কেন্দ্রীয় আয়ুষ (AYUSH) মন্ত্রী, সর্বানন্দ সো নোয়াল (Sarbananda Sonowal) নতুন দিল্লিতে ‘Homeopathy: People’s Choice for Wellness’-এই থিমের উপর একটি দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ৷
  4. 9 এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi) আমাদের দেশে অধ্যয়নররত বিদেশী স্কলারদের সুবিধার্থে ‘INDIA Alumni’ নামে একটি পোর্টালের উদ্বোধন করেন। Indian Council for Cultural Relations (ICCR)-এর মাধ্যমে এটির সূচনা হয়েছে ।
  5. 10 এপ্রিল রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind) গুজরাটের পোরবন্দর জেলার মাধবপুর ঘেদ গ্রামে একটি পাঁচ দিনের মেলার উদ্বোধন করেন।
  6. উত্তরাখণ্ডের ভিজিল্যান্স বিভাগ ‘Corruption-Free Uttarakhand App-1064’-নামে একটি দুর্নীতিবিরোধী মোবাইল অ্যাপ তৈরি করেছে, ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।  
  7. 8 এপ্রিল Karnataka Vikas Grameena Bank (KVGB)-এর চেয়ারম্যান, পি. গোপী কৃষ্ণ (P. Gopi Krishna) ব্যাঙ্কের একটি নতুন ডিপোজিট স্কিম ‘Vikas Siri Sampat- 1111’-এর সূচনা করেছেন।  
  8. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিং (Rajnath Singh) নয়াদিল্লির বায়ু ভবনে তিন দিনব্যাপী জন্য চলা Air Force Commanders’ Conference (AFCC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ৷  
  9. Defence Research and Development Organization এবং ভারতীয় সেনাবাহিনী পোখরান ফায়ারিং রেঞ্জ থেকে পিনাকা রকেট সিস্টেমের একটি নতুন সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে।  
  10. ভারতের স্পেস টেক স্টার্টআপ Pixxel সফলভাবে 'শকুন্তলা' (‘Shakuntala’) নামে তার প্রথম বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে স্পেস X-এর Falcon-9 রকেটের সাহায্যে ।
  11. সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ভারতের প্রথম পলিসেন্ট্রিক প্রস্থেটিক হাঁটু যার নাম রাখা হয়েছে - “Kadam” –এর সূচনা করল মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ।
  12. 8 এপ্রিল 2022-এ, SpaceX সফলভাবে International Space Station (ISS)-এ “Axion- 1 (Ax-1)” সূচনা করেছে। এটি NASA (National Aeronautics and Space Administration) এবং Axiom Space -এর একটি যৌথ মিশন।
  13. National Accreditation Board for Hospitals and Healthcare providers (NABH)-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ডাঃ মহেশ ভার্মা (Dr. Mahesh Verma) ।    
  14. 9 এপ্রিল পাকিস্তানের সেনাবাহিনী ভূ-পৃষ্ঠ থেকে ভূ-পৃষ্ঠ-এর মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘Shaheen-III’-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে।
  15. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে 9 এপ্রিল ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে কারন তিনি বিরোধীদের দ্বারা তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ব্যর্থ হন।
  16. 9 এপ্রিল দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal) গ্লাসগোতে অনুষ্ঠিত ‘World Doubles Squash Championships’-এ যথাক্রমে জোশনা চিনপ্পা (Joshna Chinappa) এবং সৌরভ ঘোষাল(Saurav Ghosal)-এর সাথে মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলস বিভাগে শিরোপা জিতেছেন।

 

Related Post