12 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 13 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

12 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. মানবজাতির মহাকাশ যুগের সূচনাকে স্মরণ করে 12 এপ্রিল ‘International Day of Human Space Flight’ পালন করা হয়।   
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) উল্লেখ করেছেন যে গুজরাটের জুনাগড়ের একটি ধর্মীয় স্থান উমিয়া মাতা মন্দির, বর্তমানে সামাজিক চেতনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
  3. সম্প্রচার শিল্পে ব্যবসায়িক সুবিধা ও এর উন্নতির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বারা ‘সম্প্রচার সেবা পোর্টাল’টি (Broadcast Seva Portal) তৈরি করা হয়েছে।
  4. 11 এপ্রিল জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha) ‘AVSAR’ নামে একটি নতুন পোর্টাল চালু করেন। মিশন ইয়ুথ দ্বারা ‘Connect to Opportunities Initiative’-এর অধীনে পোর্টালটি চালু করা হয়েছে।
  5. United Nations Human Rights Council (UNHRC)-এর 49 তম অধিবেশনের অংশ হিসাবে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণকারী ডঃ ইয়ান ফ্রাই (Dr. Ian Fry)-কে জাতিসংঘের (UN) বিশেষ প্রতিবেদক পদে নিয়োগ করা হয়েছে । 
  6. Central Board of Indirect Taxes and Customs (CBIC)-এর চেয়ারম্যান বিবেক জোহরি (Vivek Johri) 11 এপ্রিল সংস্লিস্ট বিভাগ দ্বারা পরিচালিত Time Release Studies (TRS)-এর একটি সেট উপস্থাপন করেছেন।  
  7. Sports Authority of India ছয়টি পর্বে অনুষ্ঠিত হতে চলা ‘Khelo India National Ranking Women Archery Tournament’ আয়োজনের জন্য মোট 75 লক্ষ টাকা অনুমোদন করেছে।
  8. স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, সিইও এবং প্রধান প্রকৌশলী এবং টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক (Elon Musk) টুইটার বোর্ডে যোগদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
  9. বন্য প্রাণীদের আইনি অধিকার প্রদানের জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ-  ইকুয়েডর ।
  10. পাকিস্তানের বিরোধীদলের নেতা, শেহবাজ শরীফ (Shehbaz Sharif) জাতীয় পরিষদে ভোটের মাধ্যমে দেশের তেইশ-তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
  11. 2023 সালে ভারত দ্বারা আয়োজিত G20 শীর্ষ সম্মেলনের জন্য পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)-কে চিফ কোর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  12. 11 এপ্রিল দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ‘HELINA’-কে উন্নত হেলিকপ্টারের  মাধ্যমে অধিক উচ্চতা থেকে পোখরানে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
  13. আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা (Dr Himanta Biswa Sarma) দেশের সর্বোচ্চ সাক্ষরতা পুরস্কার, 56 তম জ্ঞানপীঠ পুরস্কার 2021 সালের জন্য আসামের অন্যতম বিখ্যাত কবি নীলমণি ফুকন (Nilamani Phookan)-কে প্রদান করেছেন।
  14. অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রামানিয়াম (Shiv Kumar Subramaniam) প্রয়াত হয়েছেন, তিনি মুক্তি বন্ধন এবং মীনাক্ষী সুন্দরেশ্বর সিরিয়ালে তার অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।
  15. রাজস্থান রয়্যালস-এর অলরাউন্ডার, রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলা চলাকালিন সময় অবসর গ্রহণ করেন।
  16. The International Cricket Council (ICC) ঘোষণা করেছে যে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) এবং অস্ট্রেলিয়ার রান-মেশিন রাচেল হেইনস (Rachael Haynes)-কে 2022 সালের মার্চ মাসের জন্য আইসিসি পুরুষ ও মহিলা বিভাগে সেরা খেলোয়াড়ের হিসাবে মনোনীত করা হয়েছে।

 

Related Post