13 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স
-
‘International Turban Day’ 2004 সাল থেকে প্রতি বছর 13 এপ্রিল পালিত হয়। 2022 সালের এই দিবসটি গুরু নানক দেবের 553তম জন্মবার্ষিকী এবং বৈশাখী উৎসবকে চিহ্নিত করছে।
-
ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর 13 এপ্রিল ‘Siachen Day’ পালন করে। “Operation Meghdoot”-এর সময়ে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার স্মরণে দিনটি পালিত হয়।
-
2022 সালের 13 এপ্রিল ‘জালিয়ানওয়ালাবাগ গণহত্যা’ (‘Jallianwala Bagh massacare’)-এর 103তম বার্ষিকী পালন করা হয়েছে।
-
Arbor Day Foundation-এর সাথে যৌথভাবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা মুম্বাইকে “2021 Tree City of the World” হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
-
2022 সালের 25 মার্চ থেকে 25 এপ্রিল এর মধ্যে মাদ্রাজের Indian Institute of Technnology (IIT) ‘রিসার্চ স্কলারস ফেস্টিভ্যাল’ উদযাপন করছে ৷
-
ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এন্ড কো অপারেশন শ্রী অমিত শাহ (Amit Shah), দেশের পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রীদের একটি শীর্ষ সম্মেলন “Amrit Samagam” –এর সূচনা করেছেন নতুন দিল্লিতে ।
-
Airports Council International (ACI) 2021 সালের জন্য শীর্ষে থাকা বিশ্বের 10টি ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে ৷ হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (ATL) 75.7 মিলিয়ন যাত্রীর ভার বহন করে তালিকার শীর্ষে রয়েছে ৷
-
BCCI সেক্রেটারি জয় শাহ (Jay Shah)-কে আইসিসি ক্রিকেট কমিটিতে সদস্য বোর্ডের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে অপর দিকে মাহেলা জয়াবর্ধনেকে (Mahela Jayawardene) পাস্ট প্লেয়ার রিপ্রেসেন্টেটিভ হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে।
-
12 এপ্রিল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কাছে Teesta Field Firing Ranges (TFFR)-এ Triskhakti Corps একটি সমন্বিত ফায়ার পাওয়ার এক্সারসাইজ ‘Ex Kripan Shakti’ পরিচালনা করেছে।
-
12 এপ্রিল মৎস্য বিভাগ এবং সিঙ্গাপুর সরকার যৌথভাবে অবৈধ, কোন তথ্যের অনুপস্থিথি এবং নিয়ন্ত্রিতহীন (Illegal, Unreported, and Unregulated) মাছ ধরার উপর একটি ভার্চুয়াল ইস্ট এশিয়া সামিট (EAS) ওয়ার্কশপের আয়োজন করেছে।
-
ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-কে লোয়েড সংস্থা থাপূর্ব ভারতীয় বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে ৷
-
ভারত সরকার পাঞ্জাব-ক্যাডারের অবসরপ্রাপ্ত IPS অফিসার ইকবাল সিং লালপুরা (Iqbal Singh Lalpura)-কে সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশনের চেয়ারপার্সন হিসাবে পুনঃনিযুক্ত করেছে ৷
-
সংসদের ক্যাবিনেট কমিটি ও ইকোনমিক অ্যাফেয়ার্স Rashtriya Gram Swaraj Abhiyan (RGSA) বাস্তবায়নের জন্য 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2026 সময়কালকে ধার্য করেছে এবং এটি অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে ৷
-
12 এপ্রিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া (Jyotiraditya M. scindia) মেড ইন ইন্ডিয়া HLA Dornier Do-228 -এর প্রথম ফ্লাইটটির সূচনা করেছেন।
-
হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল (J. P. Dalal) একটি পোর্টাল চালু করেছেন যার মাধ্যমে কৃষকরা তাদের শস্য বীমা সংক্রান্ত অভিযোগ নিবন্ধীকরণ করতে পারবেন।
-
2022 সালের এপ্রিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গুজরাটের বানাসকান্থা জেলার ভারত-পাকিস্তান সীমান্ত নাদাবেট -তে ‘Seemadarshan’ পর্যটন প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।