13 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 14 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

13 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ‘International Turban Day’ 2004 সাল থেকে প্রতি বছর 13 এপ্রিল পালিত হয়। 2022 সালের এই দিবসটি গুরু নানক দেবের 553তম জন্মবার্ষিকী এবং বৈশাখী উৎসবকে চিহ্নিত করছে।
  2. ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর 13 এপ্রিল ‘Siachen Day’ পালন করে। “Operation Meghdoot”-এর সময়ে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার স্মরণে দিনটি পালিত হয়।  
  3. 2022 সালের 13 এপ্রিল ‘জালিয়ানওয়ালাবাগ গণহত্যা’ (‘Jallianwala Bagh massacare’)-এর 103তম বার্ষিকী পালন করা হয়েছে।
  4. Arbor Day Foundation-এর সাথে যৌথভাবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা মুম্বাইকে “2021 Tree City of the World” হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 
  5. 2022 সালের 25 মার্চ থেকে 25 এপ্রিল এর মধ্যে মাদ্রাজের Indian Institute of Technnology (IIT) ‘রিসার্চ স্কলারস ফেস্টিভ্যাল’ উদযাপন করছে ৷   
  6. ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এন্ড কো অপারেশন শ্রী অমিত শাহ (Amit Shah), দেশের পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রীদের একটি শীর্ষ সম্মেলন “Amrit Samagam” –এর সূচনা করেছেন নতুন দিল্লিতে ।  
  7. Airports Council International (ACI) 2021 সালের জন্য শীর্ষে থাকা বিশ্বের 10টি ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে ৷ হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (ATL) 75.7 মিলিয়ন যাত্রীর ভার বহন করে তালিকার শীর্ষে রয়েছে ৷
  8. BCCI সেক্রেটারি জয় শাহ (Jay Shah)-কে আইসিসি ক্রিকেট কমিটিতে সদস্য বোর্ডের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে অপর দিকে মাহেলা জয়াবর্ধনেকে (Mahela Jayawardene) পাস্ট প্লেয়ার রিপ্রেসেন্টেটিভ হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে।
  9. 12 এপ্রিল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কাছে Teesta Field Firing Ranges (TFFR)-এ Triskhakti Corps একটি সমন্বিত ফায়ার পাওয়ার এক্সারসাইজ ‘Ex Kripan Shakti’ পরিচালনা করেছে।
  10. 12 এপ্রিল মৎস্য বিভাগ এবং সিঙ্গাপুর সরকার যৌথভাবে অবৈধ, কোন তথ্যের অনুপস্থিথি এবং নিয়ন্ত্রিতহীন (Illegal, Unreported, and Unregulated) মাছ ধরার উপর একটি ভার্চুয়াল ইস্ট এশিয়া সামিট (EAS) ওয়ার্কশপের আয়োজন করেছে।
  11. ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-কে লোয়েড সংস্থা থাপূর্ব ভারতীয় বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে ৷
  12. ভারত সরকার পাঞ্জাব-ক্যাডারের অবসরপ্রাপ্ত IPS অফিসার ইকবাল সিং লালপুরা (Iqbal Singh Lalpura)-কে সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশনের চেয়ারপার্সন হিসাবে পুনঃনিযুক্ত করেছে ৷
  13. সংসদের ক্যাবিনেট কমিটি ও ইকোনমিক অ্যাফেয়ার্স Rashtriya Gram Swaraj Abhiyan (RGSA) বাস্তবায়নের জন্য 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2026 সময়কালকে ধার্য করেছে এবং এটি অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে ৷
  14. 12 এপ্রিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া (Jyotiraditya M. scindia) মেড ইন ইন্ডিয়া HLA Dornier Do-228 -এর প্রথম ফ্লাইটটির সূচনা করেছেন।
  15. হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল (J. P. Dalal) একটি পোর্টাল চালু করেছেন যার মাধ্যমে কৃষকরা তাদের শস্য বীমা সংক্রান্ত অভিযোগ নিবন্ধীকরণ করতে পারবেন।
  16. 2022 সালের এপ্রিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গুজরাটের বানাসকান্থা জেলার ভারত-পাকিস্তান সীমান্ত নাদাবেট -তে ‘Seemadarshan’ পর্যটন প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

 

Related Post