17 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 18 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

17 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স    

  1. প্রতি বছর 17 এপ্রিল বিশ্বব্যাপী ‘World Hemophilia Day’ পালন করা হয়। ‘World Hemophilia Day’ 2022-এর থিম ‘Access for All: Partnership, Policy, Progress Engaging your government, integrating inherited bleeding disorders into national Policy’।
  2. ‘National Fire Service’ (NFS) Day’-প্রতি বছর 14 এপ্রিল ভারত জুড়ে পালিত হয়। ফায়ার সার্ভিসের গুরুত্ব তুলে ধরার জন্য এবং অগ্নিনির্বাপকদের শ্রদ্ধা জানাতে যারা কর্তব্যের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য দিনটি পালিত হয়।
  3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 16 এপ্রিল 2022-এ গুজরাটের মরবিতে ভগবান হনুমানের 108 ফুট মূর্তি উন্মোচন করেছিলেন।
  4. 16 এপ্রিল মুম্বাইতে হুনার হাটের 40 তম সংস্করণ শুরু হয়েছে, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক দ্বারা আয়োজিত 12-দিনের ইভেন্টের লক্ষ্য সারা দেশে কারিগরদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা।
  5. 2022 সালের এপ্রিল মাসে ডেনমার্কের কোপেনহেগেনে বেদান্ত মাধবন (Vedaant Madhavan) ‘Danish Open Swimming meet’ পুরুষদের 1500 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রৌপ্য পদক জিতেছে৷
  6. তিন চীনা মহাকাশচারীর একটি দল মহাকাশ স্টেশন নির্মাণের জন্য কক্ষপথে পাঠানো দ্বিতীয় দল, 16 এপ্রিল 2022-এ ছয় মাসের একটি ল্যান্ডমার্ক মিশন শেষ করার পর যারা পৃথিবীতে ফিরে এসেছে।
  7. ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন জো রুট (Joe Root) । ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং জয়ের রেকর্ড আছে তার দখলে।
  8. HDFC ব্যাঙ্কের পরিচালনা পর্ষদ 3 সেপ্টেম্বর, 2022 থেকে কার্যকরী পাঁচ বছরের জন্য রেনু কার্নাড (Renu Karnad)-কে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে ৷
  9. পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে Teesta Field Firing Ranges (TFFR), -এ ভারতীয় সেনাবাহিনীর ‘Trishakti Crops’ দ্বারা সম্প্রতি KRIPAN SHAKTI এক্সারসাইজ পরিচালিত হয়েছে।  
  10. কর্ণাটক স্বাস্থ্য বিভাগ 15 এপ্রিল, 2022-এ ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রবিন উথাপ্পাকে Karnataka Brain Health Initiative- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে ৷

 

Related Post