28 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 29 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

28 এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স       

  1. বিশ্বব্যাপী পেশাগত দুর্ঘটনা এবং রোগ প্রতিরোধের প্রচার করার জন্য 28 এপ্রিল বার্ষিক World Day for Safety and Health at Work দিবস পালিত হয় । World Day for Safety and Health at Work-এর এবারের থিম হল “Participation and Social Dialogue in Creating a Positive Safety and Health Culture”।    
  2. এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘International Girls in ICT Day’ পালিত হয়। এই বছর 28শে এপ্রিল ‘International Girls in ICT Day’ পালন করা হয়েছে।  
  3. মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেমস ড্রিংওয়েল রিম্বাই(James Dringwell Rymbai), 88 বছর বয়সে প্রয়াত হয়েছেন। 
  4. ঝাড়খণ্ডের জামতারা দেশের একমাত্র জেলা হিসাবে পরিচিতি লাভ করেছে যেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি লাইব্রেরি রয়েছে৷
  5. সুইডেনের থিঙ্ক-ট্যাঙ্ক Stockholm International Peace Research Institute (SIPRI)-এর ‘Trends in World Military Expenditure Report 2021’ নামক রিপোর্ট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরে  ভারতের সামরিক ক্ষেত্রে ব্যয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ।  
  6. 2023 আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাশিয়া থেকে স্থানান্তরিত করা হবে কারণ  প্রতিযোগিতাটির আয়োজন থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে৷   
  7. 27 এপ্রিল রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) ‘Digital India RISC-V Microprocessor (DIR-V) Program’ চালু করার কথা ঘোষণা করেছেন। 
  8. 27 এপ্রিল কেন্দ্রীয় MSME মন্ত্রী নারায়ণ রানে (Narayan Rane) আজাদি কা মহোৎসব উদযাপনের অধীনে মন্ত্রকের মাসব্যাপী অনুষ্ঠান ‘Enterprise India’- উদ্বোধন করেছেন।
  9. আসন্ন খরিফ মৌসুমের জন্য মন্ত্রিসভা ফসফেট-ভিত্তিক সারের জন্য প্রায় 61000 কোটি টাকা ভর্তুকি অনুমোদন করেছে৷ 
  10. কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতিবন্ধী সেক্টরে সহযোগিতার জন্য ভারত ও চিলির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুমোদন দিয়েছে৷
  11. National Association of Software and Services Companies (Nasscom) ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট কৃষ্ণান রামানুজাম(Krishnan Ramanujam)-কে  টাটা কনসালটেন্সি   সার্ভিসেস এন্টারপ্রাইজ গ্রোথ-এর চেয়ারপার্সন হিসাবে 2022-23 সালের জন্য নিযুক্ত করা হয়েছে৷   
  12. আগ্রা, উত্তরপ্রদেশ দেশের প্রথম শহর হয়ে উঠেছে যেখানে ভ্যাকুয়াম-ভিত্তিক নর্দমার ব্যবস্থা রয়েছে৷   
  13. জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে, জম্মু বিভাগের সাম্বা জেলা ভারতের প্রথম জেলা যেটি Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (ABPMJAY)-SEHAT প্রকল্পের অধীনে 100% পরিবারকে আওতায় আনা হয়েছে৷
  14. Generali Asia, ‘Future Generali India Life Insurance’ (FGILI)-এর MD এবং CEO হিসাবে ব্রুস ডি ব্রোজ(Bruce de Broize) -কে নিযুক্ত করেছে৷   
  15. বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা(Vijay Sampla) দ্বিতীয়বারের জন্য National Commission for Scheduled Castes (NCSC)-এর চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন।  

 

Related Post