1 মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 May 2 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

1 মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 1 মে বিশ্বব্যাপী ‘International Labour Day’ পালন করা হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস নামেও পরিচিত।   
  2. Ministry of Petroleum and Natural Gas (MoPNG) PMUY-এর সাফল্য উদযাপন করার জন্য 2022 সালের 1 মে ‘Ujjwala Diwas’ হিসাবে পালন করেছে।      
  3. ফিল্ম এবং টিভি অভিনেতা সেলিম ঘোষ (Salim Ghouse ) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইতে প্রয়াত হয়েছেন।    
  4. 29 এপ্রিল ‘Mission SAGAR IX’-এর অংশ হিসাবে ‘INS Gharial’,  কলম্বোতে পৌঁছায় এবং 760 কেজির বেশি 107 ধরনের গুরুতর জীবনরক্ষক ওষুধের সরবরাহ করেছে।  
  5. কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) 29 এপ্রিল হায়দ্রাবাদে 8000 কোটি টাকার মোট 460 কিমি পথের 12 টি জাতীয় মহাসড়ক প্রকল্প এবং সাতটি CRIF প্রকল্পের উদ্বোধন করেন।   
  6. মহারাষ্ট্র ভারতের প্রথম রাজ্য যেটি একটি ওয়েবসাইট-ভিত্তিক মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম (MTS) অ্যাপ্লিকেশন তৈরি করেছে যাতে নির্দিষ্ট পরিচয় নম্বরের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের গতিবিধি ট্র্যাক করা যায়।   
  7. অনশুল স্বামী(Anshul Swami)-কে শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত করা হয়েছে।    
  8. টাটা গ্রুপ 2022 সালের জানুয়ারীতে এয়ার ইন্ডিয়ার ক্ষমতা অধিগ্রহণ করার পর থেকে সংস্থাটির কর্মক্ষমতা উন্নত করার চেষ্টা করছে।         
  9. ভারত, চিন, রাশিয়া এবং অন্যান্য চারটি দেশ intellectual property-এর সুরক্ষা এবং প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘Priority Watch List’-এ যুক্ত হয়েছে। 
  10. ব্রাজিলিয়ান শহর রিও ডি জেনিরোর একটি ল্যান্ডস্কেপ গার্ডেন, সিটিও বার্লে মার্কস ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় যুক্ত হয়েছে।
  11. Ministry of Skill Development and Entrepreneurship (MSDE) এবং Indian Space Research Organisation (ISRO) একটি  সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে৷    
  12. 30 এপ্রিল প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি(Narendra Modi) মুখ্যমন্ত্রীদের  এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের একটি যৌথ সম্মেলনের উদ্বোধন করেছেন।     
  13. বিনয় মোহন কাত্রা (Vinay Mohan Kwatra ) ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি একজন 1988-ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার ।তিনি  হর্ষ বর্ধন শ্রিংলার (Harsh Vardhan Shringla)স্থলাভিষিক্ত হয়েছেন যিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।    
  14. 2022 সালের এপ্রিল মাসে কোপেনহেগেনে ডেনিশ ওপেন 2022-এ আর. মাধবন( R. Madhavan’s )-এর পুত্র বেদান্ত মাধবন (Vedaant Madhavan) সাঁতারে স্বর্ণপদক জিতেছেন।
  15. কেনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ওয়াই কিবাকি (Mwai Kibaki ) 2022 সালের এপ্রিলে প্রয়াত হয়েছেন।     

 

Related Post