14 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 May 15 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

14 মে, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স   

    

  1. 2006 সালে উদ্বোধনের পর থেকে বছরে দুবার ‘World Migratory Bird Day’ পালন করা  হয়। 2022 সালে 'বিশ্ব পরিযায়ী পাখি দিবস' 14 মে পালিত হয়েছে এবং 8 অক্টোবর পালিত হবে। 2022 সালের বিশ্ব পরিযায়ী পাখি দিবসের থিম হল ‘Light Pollution’।     
  2. নোবেল পুরস্কার প্রাপ্ত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং লেখক, ডঃ ফ্রাঙ্ক উইলকজেক, 2022 সালে টেম্পলটন পুরস্কারে ভূষিত হয়েছেন।     
  3. সংযুক্ত আরব আমিশাহির রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান প্রয়াত হয়েছেন।  
  4. লিওনেল মেসি  $130 মিলিয়নের উল্লিখিত আয় সহ 2022 সালের ফোর্বসের সর্বোচ্চ-বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন৷      
  5. জার্মানির সুহলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF)- জুনিয়র বিশ্বকাপে  ভারতীয় পিলস্টল জুটি এশা সিং এবং সৌরভ চৌধুরী  যৌথভাবে পিস্তল সোনা জিতেছেন৷     
  6. উত্তরপ্রদেশের রামপুরে ভারতের প্রথম 'অমৃত সরোবর' তৈরি করা হয়েছে ।  কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি 13 মে এটি উদ্বোধন করেছেন।   
  7. জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটি বৃহৎ আকারের ব্ল্যাক হোলের প্রথম চিত্র উন্মোচন করেছেন, এই মহাজাগতিক বস্তুটি ‘Sagittarius A*’ নামে পরিচিত।    
  8. টাটা গ্রুপ ক্যাম্পবেল উইলসনকে এয়ার ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসাবে নিযুক্ত করেছে৷     
  9. 2022 সালের পুলিৎজার পুরষ্কার বিজয়ীদের নাম মে মাসে ঘোষণা করা হয়েছে।ফিকশন বিভাগে  জোশুয়া কোহেনের নাটানিয়াহুস এবং কবিতা বিভাগে ডায়ান সিউসের ফ্রাঙ্ক: সনেট পুরস্কৃত হয়েছে।   
  10. বাজাজ ফিনসার্ভ লিমিটেডের চেয়ারম্যান, সঞ্জিত বাজাজ 2022-2023 সালের জন্য    কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII)-এর সভাপতির পদ গ্রহণ করেছেন । 

11.ভারতীয় তীরন্দাজরা ইরাকের সুলায়মানিয়াতে অনুষ্ঠিত এশিয়া কাপ 2022-এর দ্বিতীয় পর্যায়ে আটটি স্বর্ণ চারটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জিতে মোট 14টি পদক নিয়ে প্রতিযোগিতা সফল্ ভাবে সম্পন্ন করেছে।     

        12.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের ভারুচে উৎকর্ষ সমারোহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্ততা দিয়েছেন।    

 

Related Post