10 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jun 11 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

10 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  

  1. মেঘালয়ে ‘Support and Celebrate’ ​​থিমের উপর ভিত্তি করে 8 জুন শিলং-এ রাজ্য কনভেনশন সেন্টারে  প্রথম রাজ্য মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।     
  2. Quintillion Business Media Ltd. সঞ্জয় পুগালিয়াকে তার বোর্ডের পরিচালক হিসাবে নিযুক্ত করেছে৷  
  3. 2030 সালের মধ্যে ভারতকে শীর্ষ বিমান ক্রীড়া দেশগুলির মধ্যে একটি করে তোলার লক্ষ্যে আরও এক পদক্ষেপ এগিয়ে দেওয়ার জন্য, কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী 2022 সালের জুন মাসে দেশের প্রথম 'জাতীয় বিমান ক্রীড়া নীতি' ঘোষণা করেছেন।   
  4. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা 2022 সালের জুন মাস থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক হিসাবে ভারতীয় কৃষ্ণা শ্রীনিবাসনকে নিয়োগের কথা ঘোষণা করেছেন।       
  5. ভারতের স্বাধীনতার 75তম বার্ষিকীতে, বিখ্যাত গীতিকার, এ আর রহমানকে দ্য সিজন অফ কালচারের অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করা হয়েছে ।      
  6. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার আসাম রাজ্যে বাইখো উৎসব পালিত হয়। এই উৎসবটি ভারতের রাভা উপজাতিরা পালন করে।      
  7. স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে 'আয়ুর্বেদ আহার' লোগোটি চালু করেছেন ।       
  8. নাসা ‘DAVINCI মিশন’ নামে একটি মিশন চালু করতে চলেছে৷ DAVINCI এর পুরো কথাটি হল "Deep Atmosphere Venus Investigation of Noble Gases, Chemistry and Imaging Mission"।
  9. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন 44তম দাবা অলিম্পিয়াডের লোগো এবং মাসকট উন্মোচন করেছেন যেটি আগামী মাসে মামাল্লাপুরমে অনুষ্ঠিত হবে।  
  10. কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নির্বাচিত বক্তৃতা দিয়ে রচিত 'লোকতন্ত্র কে স্বর' এবং 'দ্য রিপাবলিকান এথিক' নামক বই প্রকাশ করেছেন।  
  11. পার্বত্য রাজ্যে বিভিন্ন জনসেবা মূলক কাজের জন্য ড্রোন এবং এই ধরণের প্রযুক্তিকে ব্যবহারে সক্ষম করতে হিমাচল প্রদেশ সরকার একটি ড্রোন নীতিতে সম্মতি দিয়েছে ৷মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর  'হিমাচল প্রদেশ ড্রোন নীতি 2022'-কে অনুমোদন দিয়েছেন।            
  12. ঢাকায় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (BIMSTEC)-এর ​​সচিবালয় BIMSTEC দিবসে আঞ্চলিক সংস্থার 25তম বার্ষিকী উদযাপন করেছে।  

 

Related Post