23 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jun 24 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

23 জুন, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স      

  1. বিশ্বব্যাপী 23 জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয়।2022 সালের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম “Together for a Peaceful World”।   
  2. 23 জুন সম্মিলিত জাতিপুঞ্জের পাবলিক সার্ভিস দিবস হিসাবে পালন করা হয় । এই বছরের  থিম হল “Building back better from COVID-19: Enhancing innovative partnerships to meet the Sustainable Development Goals”।  
  3. 23 জুন সারা বিশ্বে আন্তর্জাতিক বিধবা দিবস পালন করা হয়।2022 সালের থিম হল “Sustainable Solution for Widows Financial Independence”।   
  4. প্রতি বছর 22 জুন বিশ্ব রেইনফরেস্ট দিবস পালন করা হয়। 2022 সালের থিম হল ‘The time is Now’।     
  5. ইউরোপীয় মহাকাশ সংস্থা আরিয়ানস্পেস দ্বারা মালয়েশিয়া এবং ভারত থেকে দুটি যোগাযোগকারী উপগ্রহ জিওস্টেশনারি কক্ষপথে চালু করা হবে।  
  6. কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি, নতুন দিল্লিতে অপ্রশংসিত অভিনেতাদের প্রতিভা উদযাপন করার উৎসব জ্যোতির্গামায়া  চালু করেছেন৷         
  7. NSIC-এর (Plng এবং Mktg)ডিরেক্টর পি উদয়কুমার, 20 জুন থেকে NSIC-এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন।   
  8. বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্কর 26তম Commonwealth Heads of Government Meeting (CHOGM)-এ যোগ দিতে 22 জুন থেকে রুয়ান্ডার কিগালিতে চার দিনের সফরে রয়েছেন৷  
  9. দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের প্রথম বিমানবন্দর যেটি 2022 সালের জুন থেকে সম্পূর্ণরূপে জলবিদ্যুৎ এবং সৌর শক্তিতে চালিত হচ্ছে।     
  10. ইন্ডিয়ান অয়েল ‘সূর্য নূতন’ নামে একটি ইনডোর সোলার কুকিং সিস্টেম তৈরি করেছে।   
  11. জাতীয় মহিলা কমিশন (NCW) ‘She Is A Changemaker’ প্রকল্পের অধীনে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের জন্য ‘Gender pensive Governance’ –এর বিষয়ে একটি কর্মশালার আয়োজন করেছে।    
  12. ভারতের বোলিং অলরাউন্ডার রুমেলি ধর 38 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।  
  13. রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার ঘোষণা করেছেন যে, লেহ-তে 26 তম সিন্ধু দর্শন যাত্রা যাত্রীদের অভ্যর্থনা দিয়ে শুরু হবে।   

 

Related Post