16 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jul 19 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

16 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই দিল্লিতে ভারতের প্রথম ই-বর্জ্য ইকো-পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
  2. ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস(FIFS) জয় ভট্টাচার্যকে সংস্থাটির ডিরেক্টর জেনারেল হিসাবে নিয়োগের কথা ঘোষণা করেছে।   
  3. STEMROBO টেকনোলজিস 8-18 বছর বয়সীদের জন্য AIC IIT দিল্লির সহযোগিতায় একটি টেক এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেছে।
  4. বাংলাদেশের ফাস্ট বোলার শহিদুল ইসলামকে আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের 2.1 ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে দশ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। 
  5. 15 জুলাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলকাতায় চতুর্থ P17A গোপন যুদ্ধজাহাজ ‘Dunagiri’-র উদ্বোধন করেছেন। প্রোজেক্ট 17A যুদ্ধজাহাজটি গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড দ্বারা নির্মিত।      
  6. বারাণসী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(SCO)অঞ্চলের প্রথম শহর যাকে পর্যাবৃত্ত ক্রমে SCO-এর ‘সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী'-এর শিরোনাম দেওয়া হবে। 
  7. মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিন শহরে 15 জুলাই থেকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে৷ টুর্নামেন্টটি 24 জুলাই পর্যন্ত চলবে৷ 2022 সালে টুর্নামেন্টটির 18তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার এই ইভেন্টটির আয়োজন করছে৷         
  8. 14 জুলাই বেঙ্গালুরুতে Bharti Airtel, সুবিধাসম্পন্ন Bosch Automotive Electronics কোম্পানিতে দেশের প্রথম 5G প্রাইভেট নেটওয়ার্কের একটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে ।     
  9. 14 জুলাই মহারাষ্ট্রের পুনেতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA) 'আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন হ্যাকাথন সিরিজ'-এর অধীনে প্রথম হ্যাকাথন শুরু করেছে।
  10. উপভোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের অধিকারের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য উপভোক্তা বিষয়ক দপ্তর, ‘Jagriti’ নামে একটি ম্যাসকট চালু করেছে।       
  11. কেন্দ্রীয় মন্ত্রকের পোর্টালের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ওয়েবসাইট ন্যাশনাল ই-গভর্ন্যান্স সার্ভিস ডেলিভারি অ্যাসেসমেন্টে প্রথম স্থান অর্জন করেছে।   
  12. ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP)-এর জাতীয় শুভেচ্ছা দূত মিসেস দিয়া মির্জা এবং পরিবেশকর্মী জনাব আফরোজ শাহকে সম্মানজনক মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ডস ফর সোশ্যাল জাস্টিস 2021-এ সম্মানিত করা হয়েছে। 
  13. তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, নয়াদিল্লীতে ‘Swaraj: Bharat Ke Swatantrata Sangram Ki Samagra Gatha’ নামক নতুন টেলিভিশন সিরিজের ট্রেলারের উদ্বোধন করেছেন।  
  14. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী e-FIR পরিষেবা এবং উত্তরাখণ্ড পুলিশ অ্যাপ চালু করেছেন।      

 

 

Related Post