23 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Jul 24 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

23 জুলাই, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স 

  1. প্রতি বছর 23 জুলাই ভারতে National Broadcasting Day পালন করা হয়। ভারতীয় নাগরিকদের জীবনে রেডিওর প্রভাবকে স্মরণ করানোর লক্ষ্যে দিনটি পালিত হয়।         
  2. প্রতি বছর 22 জুলাই World Fragile X Awareness Day পালিত হয়৷ 
  3. প্রতি বছর 22 জুলাই ভারত National Flag Adoption Day  উদযাপন করে।1947 সালে এই দিনেই তেরঙা পতাকা ভারতের জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয়েছিল।       
  4. Paytm-এর প্রধান সংস্থা One97 Communications, নাকুর জৈনকে Paytm Payments Services Ltd (PPSL)-এর সিইও হিসাবে নিযুক্ত করেছে৷     
  5. বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী নিশ্চিত করেছেন যে এশিয়া কাপ, যেটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে।    
  6. 22 জুলাই দীনেশ গুণবর্ধন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন।   
  7. ভারতীয় শিক্ষার্থীরা গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং রসায়ন বিভাগে বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে তিনটি স্বর্ণ, ষোলটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে।  
  8. মধ্যপ্রদেশের বুরহানপুর দেশের প্রথম 'হর ঘর জল' শংসাপত্র প্রাপক জেলা হিসাবে স্বীকৃতি লাভ করেছে।
  9. তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম শীর্ষ তারকা কমল হাসানকে 21 জুলাই সংযুক্ত আরব আমিরশাহি (UAE) মর্যাদাপূর্ণ 'গোল্ডেন ভিসা' প্রদান করেছে।     
  10. উত্তরপ্রদেশ সরকার রাজ্যের অর্থনীতিকে USD 1 ট্রিলিয়নের লক্ষ্য অবধি নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ প্রদানের ব্যাপারে ডেলয়েট ইন্ডিয়াকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷ 
  11. গুগল ন্যাসকম ফাউন্ডেশন-এর সাথে যৌথভাবে 2022 সালের জুলাইয়ে 'ডিজিবানী' উদ্যোগের অধীনে দুটি কল সেন্টার চালু করার কথা ঘোষণা করেছে।         
  12. ভারতীয় প্রশাসক নরিন্দর বাত্রার পদত্যাগের পর 20 জুলাই আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) মিশরের সেফ আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে নিযুক্ত করেছে।  
  13. 20 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে 'বরুণা' নামক ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোনের  উন্মোচন করেছেন।     
  14. 22 জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রক নয়াদিল্লিতে 2020 সালের 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সেরা ফিচার ফিল্ম: সুরারাই পোত্রু। সেরা অভিনেতা: সুরিয়া (সুরারাই পোত্রু) এবং অজয় ​​দেবগন (তানহাজি) । সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি (সুরারাই পোত্রু)।        

 

Related Post