4 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Aug 6 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

4 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 31 জুলাই বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রক (MoPSW) দ্বারা মুম্বাইয়ে ‘Chabahar Day’ পালিত হয়েছে । চাবাহার , International North-South Transport Corridor (INSTC)-এর সাথে মধ্য এশিয়ার মার্কেট গুলিকে সংযুক্ত করে৷           
  2. 2 আগস্ট সারা দেশে স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া 146 তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।     
  3. 2 আগস্ট ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার শ্বেতা সিং প্রধানমন্ত্রীর অফিসে (PMO) ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন।      
  4. ভারতের ঐতিহাসিক পরিসরে 'চিতা'-এর আন্তঃমহাদেশীয় স্থানান্তরের জন্য ইন্ডিয়ান অয়েল, National Tiger Conservation Authority (NTCA)-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।    
  5. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদটি শূন্য হওয়ার এক বছর পরে ভিজিল্যান্স কমিশনার সুরেশ এন প্যাটেলকে এই পদে নিযুক্ত করা হয়েছে ।  
  6. RBI গভর্নর শক্তিকান্ত দাস এবং অন্যান্য MPC সদস্যদের উপস্থিতিতে মুম্বাইতে 3 আগস্ট থেকে তিন দিনব্যাপী মুদ্রা নীতি কমিটির সম্মেলন শুরু হয়েছে।     
  7. রঞ্জিত রথ অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন৷   
  8. অ্যামাজন ইন্ডিয়া দেশে তার ডেলিভারি পরিষেবাগুলিকে উন্নত করার জন্য ভারতীয় রেলওয়ের সাথে যুক্ত হয়েছে৷
  9. টেলিকম অপারেটর, Vodafone Idea Limited (Vi)-এর MD এবং CEO রবিন্দর টক্কর, 19 আগস্ট থেকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসাবে হিমাংশু কাপানিয়ার স্থলাভিষিক্ত হবেন৷        
  10. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ঢাকায় বাংলাদেশের সড়ক ও হাইওয়ে বিভাগের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
  11. ভারতের তেজস্বিন শঙ্কর কমনওয়েলথ গেমসে পুরুষদের হাই জাম্প ফাইনালে ব্রোঞ্জ জিতে অ্যাথলেটিক্সে ভারতের প্রথম পদক  জিতেছেন৷         
  12. 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় জুডোকা, তুলিকা মান মহিলাদের 78 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন৷      
  13. ভারতের সৌরভ ঘোষাল 2022 সালের কমনওয়েলথ গেমসে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে 11-6, 11-1, 11-4-এ হারিয়ে স্কোয়াশে পুরুষদের একক বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন৷
  14. ভারতীয় বিমানবাহিনী গঠনের বহুপূর্বে বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ‘ভারতের প্রথম যোদ্ধা পাইলট’ সম্পর্কে লিখিত ‘Lion of the Skies: Hardit Singh Malik, the Royal Air Force and the First World War’ নামক একটি বই প্রকাশিত হয়েছে।            

 

 

Related Post