16 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Aug 17 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

16 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 1975 সালে, দেশের প্রথম রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে ও শোক প্রকাশের জন্য 15 আগস্ট বাংলাদেশ জাতীয় শোক দিবস পালন করে।
  2. 2022 সালের 15 আগস্ট, শ্রী অরবিন্দের 150তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
  3. চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুর গোল্ডেন জয়েন্ট উদ্বোধন করা হয়েছে। চেনাব নদীতে বিশ্বের সর্বোচ্চ একক খিলান রেল সেতুর ওপর, ওভারআর্ক ডেক গঠনের ফলে স্বাধীনতার পর এই প্রথমবার শ্রীনগর বাকি ভারতের সাথে সংযুক্ত হবে। ব্রিজটি আইফেল টাওয়ারের থেকে 35 মিটার উঁচু হবে।
  4. ইউক্রেনে সংকটের মধ্যে বিবিসি, দ্য ইকোনমিস্ট এবং দ্য টাইমসের প্রাক্তন সংবাদদাতা ফিলিপ শর্ট রচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবনী ‘Putin-His Life and Times’ প্রকাশিত হয়েছে।
  5. কেন্দ্রীয় সরকার, নাগাল্যান্ড ক্যাডারের IAS অফিসার, পীযূষ গয়ালকে NATGRID (ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড)-এর CEO হিসাবে নিযুক্ত করেছে।
  6. 2023 সালের 7-15 ফেব্রুয়ারি, মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (MPEDA), সীফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SEAI)-এর সহযোগিতায় কলকাতাতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সীফুড শো (IISS)-এর 23তম সংস্করণের আয়োজন করবে।
  7. অরুণাচল প্রদেশ প্রশাসন দ্বারা রাজ্যটির তৃতীয় বিমানবন্দর, যেটি রাজ্যের রাজধানী ইটানগরে এখন নির্মাণাধীন, সেটির  ‘Donyi Polo Airport’ নামকরণ করা হয়েছে।
  8. 14 আগস্ট, প্যালাইস থিয়েটারে IFFM অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। কপিল দেবকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘83’। সুজিত সরকার এবং অপর্ণা সেন যথাক্রমে ‘সর্দার উধম’ এবং ‘দ্য রেপিস্ট’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।রণবীর সিং,‘83’-এর জন্য সেরা অভিনেতা এবং শেফালী শাহ ‘জলসা’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন।
  9. 2022 সালের 16 আগস্ট থেকে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, ডুরান্ড কাপ  শুরু হয়েছে।
  10. ইপসোস ইন্ডিয়ার একটি সমীক্ষা অনুযায়ী, দেশের তিনটি সবচেয়ে বিশ্বস্ত ভিত্তি হল প্রতিরক্ষা বাহিনী, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং ভারতের প্রধানমন্ত্রী।
  11. ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF), ‘অপারেশন যাত্রী সুরক্ষা’ নামক একটি প্যান-ইন্ডিয়া অপারেশন শুরু করেছে।
  12. ইন্দো-আমেরিকান সাংবাদিক, উমা পেমারাজু 64 বছর বয়সে প্রয়াত হয়েছেন।
  13. দেশের বৃহত্তম ঋণদাতা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ‘উৎসব ডিপোজিট স্কিম’ নামক একটি অনন্য মেয়াদী আমানত প্রকল্প চালু করেছে।
  14. সিকিমের মুখ্যমন্ত্রী, প্রেম সিং তামাং (গোলে), দেশের স্বাধীনতার 75তম বার্ষিকী উপলক্ষে, সিকিমের নামচিতে ভাইচুং স্টেডিয়ামে একাধিক মহিলা কল্যাণ প্রকল্পের কথা ঘোষণা করেছেন।
  15. ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপন করার জন্য 13 আগস্ট ভারতীয় নৌ জাহাজ (INS) সাতপুরা, উত্তর আমেরিকা মহাদেশের সান দিয়েগো বন্দরে পৌঁছেছে।

 

Related Post