19 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Aug 20 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

19 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 19 আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয়।2022 সালের  বিশ্ব ফটোগ্রাফি দিবসের থিম হল “Pandemic Lockdown through the lens”।  
  2. প্রতি বছর 19 আগস্ট World Humanitarian Day বা বিশ্ব মানবিক দিবস পালিত হয়।
  3. GMR হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, DigiYatra প্ল্যাটফর্মের মাধ্যমে, যাত্রীদের প্রমাণীকরণের জন্য ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের দ্বারা ডিজিটাল প্রক্রিয়াকরণ চালু করেছে।             
  4. দেশের তাৎক্ষণিক রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে জাতীয় পেনশন সিস্টেম (NPS) এবং অটল পেনশন যোজনা (APY)-এর গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন।           
  5. কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ঘোষণা করেছেন যে, সরকার রাজ্যের সমস্ত বিভাগের ক্রীড়াবিদদের জন্য দুই শতাংশ সংরক্ষণ প্রদান করবে।     
  6. 17 আগস্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘Make India No. 1’ মিশনের কথা ঘোষণা করেছেন।    
  7. ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা গুরদীপ সিং রান্ধাওয়া জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন৷
  8. ভারতী এয়ারটেল সম্প্রতি সমাপ্ত 5G নিলামে অর্জিত স্পেকট্রামের জন্য টেলিকমিউনিকেশন বিভাগকে (DoT)বকেয়া 8312.4 কোটি টাকা প্রদান করেছে।    
  9. কেন্দ্রীয় সরকার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI), ভিজি সোমানির মেয়াদ 3 মাসের জন্য বর্ধিত করেছে।    
  10. কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষি ক্ষেত্রের জন্য তিন লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী কৃষি ঋণের উপর 1.5 শতাংশ সুদের সহায়তার অনুমোদন দিয়েছে৷  
  11. 17 আগস্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারতীয় পরিবহন খাতে আন্তর্জাতিক পরিবহন ফোরামের কার্যক্রমকে সমর্থন করার জন্য ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।  
  12. 15 আগস্ট সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাং, রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য ‘আমা যোজনা’ এবং ‘বাৎসল্য যোজনা’ নামক দুটি প্রকল্প চালু করেছেন।       
  13. তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ONGC), ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে গভীর সামুদ্রিক অনুসন্ধানের জন্য বিশ্বব্যাপী পেট্রোলিয়াম কোম্পানি ExxonMobil-এর  সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  14. 17 আগস্ট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো (FSIB) মোহাম্মদ মুস্তফাকে নাবার্ড-এর চেয়ারম্যান পদের জন্য সুপারিশ করেছে।   

 

Related Post