10 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 11 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

10 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস (WSPD)নামক সচেতনতা দিবস পালন করা হয়।2021-2023 পর্যন্ত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের ত্রৈবার্ষিক থিম হল “Creating hope through action” ।      
  2. অস্ট্রিয়ার ভলকার টার্ককে সম্মিলিত জাতিপুঞ্জের পরবর্তী মানবাধিকার হাইকমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে।     
  3. 10 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দুই দিনের কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেছেন।   
  4. 8 সেপ্টেম্বর অলিম্পিক স্বর্ণপদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনালের শিরোপা জিতেছেন।     
  5. এগ্রিবাজার নামক একটি বেসরকারি ইলেকট্রনিক কৃষি মান্ডি, ‘এগ্রিবাজার কিষাণ সফলতা কার্ড’- চালু করেছে ।     
  6. বিখ্যাত হিন্দি লেখক ডঃ আসগর ওয়াজাহাতকে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে 31তম ব্যাস সম্মান প্রদান করা হয়েছে। মহাবলী নাটকের জন্য তিনি এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।      
  7. ফাস্টমুভিং কনজিউমার গুডস (FMCG) কোম্পানি, ভারতীয় সুপারফুড ব্র্যান্ড পিন্টোলা, বিখ্যাত ভারতীয় ফুটবল ক্যাপ্টেন, সুনীল ছেত্রীকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে।      
  8. নবরত্ন প্রতিরক্ষা PSU ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এর ডিরেক্টর(ফিনান্স)এবং CFO,  দীনেশ কুমার বাত্রা, 1 সেপ্টেম্বর থেকে সংস্থাটির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন৷        
  9. অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন। 
  10. ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যের 32তম এবং 33তম জেলার উদ্বোধন করেছেন৷ মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর এবং শক্তিকে যথাক্রমে ছত্তিশগড়ের 32তম এবং 33তম জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে।   
  11. 1991 সালে 18 দিনের জন্য হওয়া ভারতের স্বল্পমেয়াদী প্রাক্তন প্রধান বিচারপতি কমল নারায়ণ সিং 8 সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন।      
  12. নয়াদিল্লির ইন্টার-ইউনিভার্সিটি এক্সিলারেটর সেন্টার (IUAC)MRI মেশিনে ব্যবহৃত ভারতের প্রথম সুপারকন্ডাক্টিং ম্যাগনেট সিস্টেম তৈরি করতে সফলতা অর্জন করেছে।
  13. প্রবীণ সাংবাদিক পবন সি লাল রচিত ‘Forging Mettle: Nrupender Rao and the Pennar Story’ নামক  নতুন বই 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে।    
  14. কর্ণাটক সরকার 'বিরল রোগ' এবং 'উচ্চ ব্যয়সম্পন্ন রোগ' দ্বারা আক্রান্ত রাজ্যের SC/ST রোগীদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।   
  15. রাষ্ট্র পরিচালিত গ্যাস বিতরণ কোম্পানি, মহানগর গ্যাস লিমিটেড (MGL), মহেশ বিশ্বনাথন আইয়ারকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে।

 

Related Post