12 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 13 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

12 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিশ্বের দক্ষিণাংশের মানুষ এবং দেশগুলির মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি  বছর 12 সেপ্টেম্বর The United Nations Day for South-South Cooperation পালিত হয়।     
  2. প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালিত হয়। 2022 সালে 10 সেপ্টেম্বর বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালিত হয়েছে। IFRC অনুযায়ী, 2022 সালের বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের থিম হল "Lifelong First Aid"।       
  3. 11 সেপ্টেম্বর আচার্য বিনোবা ভাবের জন্মবার্ষিকী পালিত হয়েছে।
  4. ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম রাজত্বকারী শাসক রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস সিংহাসনারোহণ করেছেন।      
  5. 15 এবং 16 সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত হওয়া সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করবেন।     
  6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আহমেদাবাদে দুই দিনব্যাপী 'সেন্টার-স্টেট সায়েন্স কনক্লেভ'-এর উদ্বোধন করেছেন।   
  7. 10 সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লোহিত উপত্যকার তীরবর্তী একটি মিলিটারি স্টেশন এবং এই পাহাড়ী গ্রামের একটি মূল রাস্তা, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার ক্র্যাশে প্রয়াত হওয়ার প্রায় নয় মাস পরে তার নামে নামকরণ করা হয়েছে।           
  8. ভারতীয় সেনাবাহিনীর খর্গ সৈন্যদল এবং ভারতীয় বিমান বাহিনী (IAF)তাদের শক্তি ও পরাক্রম প্রদর্শনের জন্য পাঞ্জাবে 'গগন স্ট্রাইক'-নামক একটি যৌথ মহড়া পরিচালনা করেছে।     
  9. নীতি আয়োগের সিইও পরমেশ্বরন আইয়ারের সভাপতিত্বে একটি ক্ষমতাবান কমিটি 'লার্জ-স্কেল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং'-এর জন্য প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ (PLI) প্রকল্পের অধীনে 32 জন সুবিধাভোগীকে অনুমোদন দিয়েছে৷      
  10. PhonePe ঘোষণা করেছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর তথ্য নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী সংস্থাটি তার নেটওয়ার্কে 14 মিলিয়ন ক্রেডিট এবং ডেবিট কার্ড টোকেনাইজ করেছে৷      
  11. ভারতের ন্যাশনাল সোলার গ্রিড থেকে সরাসরি 25 মেগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করতে  ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড (WC) পরবর্তী 27 বছরের জন্য NTPC লিমিটেডের সাথে একটি দীর্ঘমেয়াদী পাওয়ার পারচেস এগ্রিমেন্ট (PPA) স্বাক্ষর করেছে।    
  12. মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি, মুনীশ্বর নাথ ভান্ডারীকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে।     
  13. কেন্দ্রীয় সরকার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা সর্বাধিক 250 নির্ধারিত করেছে। 
  14. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুলাম আলী নামক জম্মু ও কাশ্মীরের একজন গুর্জার মুসলিমকে রাজ্যসভায় মনোনীত করেছেন৷   
  15. 11 সেপ্টেম্বর রেড বুলের ম্যাক্স ভারস্ট্যাপেন ইতালীয় ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। 

 

Related Post