16 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 17 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

16 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

 

  1. ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং এটি সংরক্ষণের সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য প্রতি বছর 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। 2022 সালের থিম হল “Global cooperation protecting life on earth”। 
  2. কোপেনহেগেনে অনুষ্ঠিত 2022 সালের ওয়ার্ল্ড ওয়াটার কংগ্রেস এবং প্রদর্শনীতে ভারত ডেনমার্কের সাথে ‘Urban Wastewater Scenario in India’ –বিষয়ক একটি যৌথ সরকারী নথিপত্র প্রকাশ হয়েছে।         
  3. 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারতে ফিফা অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য গ্যারান্টি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে৷   
  4. 14 সেপ্টেম্বর রবিন উথাপ্পা সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন।   
  5. 14 সেপ্টেম্বর প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় এবং ডেভিস কাপের অধিনায়ক নরেশ কুমার 93 বছর বয়সে প্রয়াত হয়েছেন।  
  6. ক্রীড়া মন্ত্রক, ভারতে ক্রীড়া উন্নয়নের জন্য 14 সেপ্টেম্বর NTPC এবং গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশন (REC)-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।    
  7. ভারতের নির্বাচন কমিশন (ECI) 14 সেপ্টেম্বর  নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে 'BLO ই-পত্রিকা' নামক একটি নতুন ডিজিটাল প্রকাশনা উদ্বোধন করেছে।    
  8. কেন্দ্রীয় মন্ত্রিসভা ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকটি উপজাতি সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে অনুমোদন দিয়েছে৷     
  9. দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানা হিসাবে স্বীকৃত পেয়েছে।   
  10. বিরাট কোহলি প্রথম ক্রিকেটার যার টুইটারে 50 মিলিয়ন ফলোয়ার রয়েছে।     
  11. প্রায় 5,000 বছরের পুরোনো সিন্ধু উপত্যকার প্রত্নতাত্বিক বস্তুগুলির প্রদর্শনের জন্য হরিয়ানার রাখিগড়ীতে হরপ্পা সংস্কৃতি বিষয়ক বিশ্বের বৃহত্তম যাদুঘর তৈরি হচ্ছে।    
  12. পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।  
  13. তামিলনাড়ু সরকার রাজ্যের তিরুপুর জেলার নাঞ্জারায়ন ট্যাঙ্কে 17তম পাখি অভয়ারণ্য চালু করার জন্য একটি সরকারী আদেশ পেয়েছে।   
  14. ভারত সরকার প্রাক্তন আইএএস অফিসার এবং এসসি এসপিভি ই-গভর্ন্যান্স ইন্ডিয়ার সিইও সঞ্জয় কুমার রাকেশকে, সিএসসি এসপিভি (কমন সার্ভিস সেন্টার স্পেশাল পারপাস ভেহিকেল)-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে।      
  15. ভিনেশ ফোগাট 2022 সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের 53 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।     
  16. 20 বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এবং সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়, রজার ফেডেরার,41 বছর বয়সে খেলা থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন।    

 

Related Post