17 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 18 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

17 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 17 সেপ্টেম্বর সারা বিশ্বে রোগী সুরক্ষা দিবস পালিত হয়। 2022 সালের থিম হল “Medication without Harm”।    
  2. 15 সেপ্টেম্বর থেকে লক্ষ্ণৌতে ‘Smart Village Panchayat: Empowering Rural Communities; Leaving No One Behind’ বিষয়ে দুই দিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে।     
  3. টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ব্র্যান্ডটির নাম ‘বিহান’ করার কথা ঘোষণা করেছে।          
  4. 14 সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত SAFF অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত  নেপালকে 4-0 গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।       
  5. অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার রেচেল হেইনস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন।   
  6. 15 সেপ্টেম্বর জোয়াও লরেঙ্কো দ্বিতীয় মেয়াদের জন্য অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ করেছেন।     
  7. 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রামকৃষ্ণ মিশনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'জাগৃতি'-নামক একটি কর্মসূচির উদ্বোধন করেছেন।      
  8. ভারতীয় নৌবাহিনী ন্যাশনাল ক্যাডেট কর্পস(NCC)-এর, ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদানের জন্য 33 বছর পর কাশ্মীরের গান্ডারবাল জেলার মানসবল হ্রদের নৌ প্রশিক্ষণ অঞ্চলটি পুনরায় চালু করেছে।      
  9. বিএসএফ-এর প্রথম মহিলা অশ্বচালিত সৈন্যদল শীঘ্রই রাজস্থান ও গুজরাটের ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে।সৈন্যদলটি 1 ডিসেম্বর বিএসএফ-এর উত্থাপন দিবসের প্যারেডে প্রথমবার অংশগ্রহণ করবে।                  
  10. 2022 সালের প্রথম সাত মাসে শিল্পক্ষেত্রে বিনিয়োগর আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে ওঠার তালিকায় রাজ্যেগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ শীর্ষস্থান অর্জন করেছে।   
  11. ইন্দোর ভারতের প্রথম শহর হিসাবে একটি সম্পূর্ণ ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম প্রয়োগ করবে৷    
  12. কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের সরকার রাজ্যে কন্নড় ভাষাকে 'বাধ্যতামূলক' করার জন্য আইন প্রণয়ন করছে৷    
  13. 13 সেপ্টেম্বর কর্ণাটক সরকার প্রথম রাজ্য হিসাবে রুপান্তরকামীদের পুলিশে নিয়োগ করার জন্য সংরক্ষণের কথা ঘোষণা করেছে।          
  14. 14 সেপ্টেম্বর সিকিম সরকার অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি 67% বৃদ্ধি করে 500 টাকা করেছে।  
  15. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 13 সেপ্টেম্বর রাঁচিতে 2022 সালের ঝাড়খণ্ড ক্রীড়া নীতির   উদ্বোধন করেছেন।    
  16. সেইহামা গ্রাম কাউন্সিল এবং সেইহামা নাগা মির্চা গ্রোয়ার্স প্রথম নাগা মির্চা ফেস্টিভ্যালের আয়োজন করেছে।উদ্যানপালন বিভাগ প্রথম নাগা মির্চা উৎসব স্পনসর করেছে এবং এটি গ্রাম কাউন্সিল হল-এ অনুষ্ঠিত হয়েছে। 

 

Related Post