18 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 19 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

18 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বাঁশের মতো অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 18 সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়।2009 সালে প্রথমবার বিশ্ব বাঁশ দিবস পালিত হয়েছিল।        
  2. সমমানের কাজের জন্য সমান বেতন প্রাপ্তির দীর্ঘস্থায়ী প্রচেষ্টাকে চিহ্নিত করার জন্য 18 সেপ্টেম্বর আন্তর্জাতিক সমবেতন দিবস পালিত হয়।         
  3. প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার আন্তর্জাতিক রেড পান্ডা দিবস পালন করা হয়। 2022 সালে 17 সেপ্টেম্বর এই দিনটি পালিত হয়েছে। 
  4. কর্ণাটক সরকার 17 মার্চ প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের জন্মদিনটি ‘Inspiration Day’ হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে।        
  5. 16 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নয়াদিল্লিতে ‘Ambedkar and Modi: Reformer’s Ideas Performer’s Implementation’ নামক একটি বই প্রকাশ করেছেন।       
  6. 14 সেপ্টেম্বর থেকে ‘Making the Zero-Carbon Transition in Buildings’ নামক তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন ANGAN 2022 (Augmenting Nature by Green Affordable New-habitat) অনুষ্ঠিত হয়েছে।           
  7. সিএসবি ব্যাঙ্ক লিমিটেড প্রলয় মণ্ডলকে 15 সেপ্টেম্বর থেকে তিন বছরের জন্য ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করার কথা ঘোষণা করেছে।     
  8. আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি, আমাজনের জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির স্থান অর্জন করেছেন।      
  9. বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী এবং পিরামল গ্রুপের ভাইস চেয়ারপারসন স্বাতী পিরামল ফ্রান্সের  সর্বোচ্চ বেসামরিক সম্মান 'নাইট অফ দ্য লিজন অফ অনার'-এ ভূষিত হয়েছেন।  
  10. 16 সেপ্টেম্বর নতুন দিল্লিতে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) এবং ইউনিসেফ 'দূর সে নমস্তে' নামক একটি দূরদর্শন এবং ইউটিউব সিরিজের উদ্বোধন করেছে।       
  11. 15 সেপ্টেম্বর সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারস (SIAM) নামক অটো মোবাইল শিল্প সংস্থাটি 2022-23 বর্ষের জন্য বিনোদ আগরওয়ালকে নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে।       
  12. 16 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং 60টি স্টার্ট-আপকে 'ইন্সপায়ার' পুরস্কার এবং 53 হাজারেরও বেশি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।      
  13. কর্ণাটকের বেঙ্গালুরুর 15 বছর বয়সী প্রণব আনন্দ, আর্মেনিয়ার আন্তর্জাতিক মাস্টার এমা  ওহানিয়ানের বিরুদ্ধে জয়লাভ করে ভারতের 76তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন।        
  14. ভারতে প্রথম বন বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে চলেছে।তেলেঙ্গানা বিধানসভা বনবিদ্যা বিশ্ববিদ্যালয় আইন 2022 অনুমোদন দিয়েছে।     
  15. ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (ITPO)-এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আইএএস বিভিআর সুব্রহ্মণ্যমকে নিযুক্ত করা হয়েছে।        

 

Related Post