20 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 21 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

20 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সারা বিশ্বে জল ব্যবহারের নিয়ন্ত্রণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এবং বিশ্বের জল সম্পদ রক্ষার প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিতে প্রতি বছর 18 সেপ্টেম্বর World Water Monitoring Day (WWMD) পালন করা হয়।
  2. ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (GRSE), ‘রাজভাষা কীর্তি পুরস্কার’-এ ভূষিত হয়েছে।
  3. 18 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় 120 ফুট লম্বা একটি জাতীয় পতাকা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। 
  4. কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের প্রথম স্বচ্ছ সুজল প্রদেশ হিসাবে ঘোষণা করেছেন।
  5. 18 সেপ্টেম্বর ধর্মশালাতে হিমাচল প্রদেশের পর্যটন মন্ত্রীদের একটি তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
  6. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার জন্য নতুন উদ্যোগগুলি বিশ্লেষণ করতে 18 সেপ্টেম্বর থেকে মিশরে দুইদিনের সফর করেছেন৷ 
  7. 19 সেপ্টেম্বর বিজয় কুমার সিং প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সেনা কল্যাণ বিভাগের সচিব হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন।
  8. উত্তরপ্রদেশের অ্যামিটি ইউনিভার্সিটি শিক্ষা সংক্রান্ত সহযোগিতার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠনের জন্য ভারতীয় নৌবাহিনীর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 
  9. বিহার সরকার শিক্ষার্থীদের চাপ কমানোর জন্য বিদ্যালয়গুলিতে সপ্তাহে অন্তত একদিন করে ‘নো-ব্যাগ ডে’ নিয়ম এবং বাধ্যতামূলক খেলার পিরিয়ড রাখার সিদ্ধান্ত নিয়েছে।
  10. সমরকন্দে অনুষ্ঠিত SCO কাউন্সিলের 22তম সম্মেলনে বারাণসী শহরকে 2022-2023 সালে প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী হিসাবে মনোনীত করা হয়েছে। 
  11. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যের তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ 6% থেকে বৃদ্ধি করে 10% করার কথা ঘোষণা করেছে৷
  12. বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে, তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্রের উপস্থিতিতে জীবেশ নন্দন রচিত ‘Muskurate Chand Lamhe aur Kuchh Khamoshiyan’ নামক বইটি প্রকাশ করেছেন। 
  13. 18 সেপ্টেম্বর বজরঙ্গ পুনিয়া সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের 65 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।  
  14. 18 সেপ্টেম্বর কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার, 9টি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (DDRCs)-র উদ্বোধন করেছেন।  
  15. কাজাখস্তানের রাষ্ট্রপতি, কাশিম-জোমার্ট টোকাইয়েভ, সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করেছেন যার মাধ্যমে দেশের রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর থেকে বেড়ে 7 বছর হয়েছে এবং দেশের বর্তমান রাজধানী ‘নুর-সুলতান’-এর নাম পরিবর্তিত হয়ে তার পুরোনো নাম ‘আস্তানা’ রাখা হয়েছে।
  16. 17 সেপ্টেম্বর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মানিকরাও হোদলিয়া গাভিট 87 বছর বয়সে মহারাষ্ট্রের নাসিকে প্রয়াত হয়েছেন।

 

Related Post