22 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 23 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

22 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিভিন্ন প্রজাতির গন্ডার এবং তারা যে বিপদের সম্মুখীন হয় সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে 22 সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। 2022 সালের বিশ্ব গন্ডার দিবসের থিম হল “Five Rhino Species Forever”।    
  2. প্রতি বছর 22 সেপ্টেম্বর সারা বিশ্বের ক্যান্সার রোগীদের কল্যাণের জন্য বিশ্ব গোলাপ দিবস পালিত হয়।  
  3. সাধারণ মানুষকে একদিনের জন্য  মোটর চালিত গাড়ি ব্যতীত, সাইকেলের মতো পরিবহন ব্যবস্থা ব্যবহার  করা বা হাঁটতে উৎসাহিত করার জন্য 22 সেপ্টেম্বর সারা বিশ্বে বিশ্ব গাড়ি-মুক্ত দিবস পালিত হয়।   
  4. 20 সেপ্টেম্বর সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SECI)-এর 11তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে।     
  5. 20 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান SCALE (স্কিল সার্টিফিকেশন অ্যাসেসমেন্ট ফর লেদার এমপ্লয়িজ) অ্যাপ চালু করেছেন।   
  6. গুজরাটি চলচ্চিত্র 'ছেল্লো শো' ভারতের আনুষ্ঠানিক প্রবেশ হিসাবে 95তম একাডেমি পুরস্কার (2023 অস্কার পুরস্কার)-এ মনোনীত হয়েছে। ছবিটির ইংরেজি শিরোনাম ‘লাস্ট ফিল্ম শো’এবং এটির পরিচালনা করেছেন পান নলিন।       
  7. 19 সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ তার প্রথম SAFF মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।
  8. সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদন করার পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) 20 সেপ্টেম্বর খেলার ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তনের কথা ঘোষণা করেছে।        
  9. Hero MotoCorp, দেশের বৈদ্যুতিক দুই চাকার গাড়ি গুলির জন্য চার্জিং পরিকাঠামো তৈরি করতে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর সাথে যুক্ত হয়েছে।     
  10. 19 সেপ্টেম্বর থেকে লেহ-তে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভিজিল্যান্স ও আন্টি কোরাপশন ব্যুরো,   এবং রাজস্ব বিভাগের কর্মকর্তাদের জন্য একটি 5 দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।        
  11. 20 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রীনগরের সোনওয়ার অঞ্চলে কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন।      
  12. 20 সেপ্টেম্বর মণিপুর মন্ত্রিসভা রাজ্যে মদ তৈরিকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে৷
  13. মহারাষ্ট্র সরকার প্রতি বছর মহারাষ্ট্র পুলিশের জন্য মোট 20 দিনের নৈমিত্তিক ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।  
  14. আসামের সাঁতারু এলভিস আলি হাজারিকা প্রথম অসমীয়া হিসাবে নর্থ চ্যানেল অতিক্রম করেছেন।  
  15. 21 সেপ্টেম্বর জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব প্রয়াত হয়েছেন।   
  16. উজবেকিস্তানের সমরকন্দে, ভারতকে সাংহাই সহযোগিতা সংস্থার সভাপতিত্ব হস্তান্তর করা হয়েছে।  

 

Related Post