27 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 28 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

27 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. বিশ্বব্যাপী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। 2022 সালের বিশ্ব পর্যটন দিবসের থিম “Rethinking Tourism”।
  2. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রাচ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলে অধ্যয়নের জন্য ‘ভারত বিদ্যা’ নামক একটি অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম চালু করেছেন।  
  3. এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ক্রিয়ারত বিমানবন্দরগুলির মধ্যে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (CIAL), 5 থেকে 15 মিলিয়ন যাত্রী বিভাগে 2022 সালের বিমানবন্দরের গুণমান পরিষেবা পুরস্কারে ভূষিত হয়েছে।   
  4. 23 সেপ্টেম্বর ভারত সরকার, ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ (ISL)-এর 10,000 শব্দ যুক্ত ‘সাইন লার্ন’ নামক একটি  অভিধান মোবাইল অ্যাপ চালু করেছে।
  5. শহীদ ভগৎ সিং-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে এই মহান স্বাধীনতা সংগ্রামীর নামে করার কথা ঘোষণা করেছেন।
  6. সঞ্জয় কুমারকে ভারতের রেলটেল কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  7. তরুণদের শিল্প-সংক্রান্ত দক্ষতাতে ক্ষমতায়িত করার জন্য ইলেকট্রনিক্স সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া (ESSCI), স্যামসাং ইন্ডিয়ার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।  
  8. ভারতীয় রেলওয়ে ইসরোর সহযোগিতায় রেল লোকোমোটিভ এবং ট্রেনে রিয়েল-টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম (RTIS) ইনস্টল করার কথা ঘোষণা করেছে।     
  9. ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যানকে প্রথম রানী এলিজাবেথ II উইম্যান অফ দ্য ইয়ার পুরস্কারের বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে।     
  10. 1 অক্টোবর নাগাল্যান্ড সরকার, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প (CMHIS) নামক তার নিজস্ব স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করবে।  
  11. ডাঃ রাজীব ব্যাহলকে তিন বছরের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর জেনারেল এবং স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে।  
  12. উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকড় 25 সেপ্টেম্বর নয়াদিল্লিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘Pt. Deendayal Upadhyay – Jeevan Darshan Aur Samsamyikta’ (পাঁচ খণ্ড) নামক বইটি প্রকাশ করেছেন।
  13. শহরগুলিতে বায়ুদূষণের মাত্রা কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ‘স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন’ চালু করবে। 2025-26 সালের মধ্যে বায়ুদূষণ 40 শতাংশ পর্যন্ত কমানোর লক্ষ্যে এটি চালু করা হবে।    
  14. 2022 সালের গ্লোবাল ক্লিন এনার্জি অ্যাকশন ফোরামে ভারত ‘ইনোভেশন রোডম্যাপ অফ দ্য মিশন ইন্টিগ্রেটেড বায়োরিফাইনারিজ’ চালু করার কথা ঘোষণা করেছে।   
  15. জনপ্রিয় ‘উলফ হল’ট্রিলজির লেখক ডেম হিলারি ম্যান্টেল, 70 বছর বয়সে প্রয়াত হয়েছেন।

 

Related Post