30 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 1 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

30 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অনুবাদ এবং ভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 30 সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালিত হয়। 2022 সালের আন্তর্জাতিক অনুবাদ দিবসের থিম হল “A world without barriers”।        
  2. 26 সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধারওয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন৷     
  3. দিল্লি এবং হিমাচল প্রদেশের মধ্যে বর্ধিত বিমান যোগাযোগ প্রদানের জন্য, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং অ্যালায়েন্স এয়ার দিল্লি-সিমলা-দিল্লি বিমান পুনরায় চালু করেছে যা 26 সেপ্টেম্বর থেকে প্রতিদিন কার্যকরী হচ্ছে৷        
  4. 26 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরে ডেমোক্রেটিক আজাদ পার্টি (DAP) নামক একটি নতুন রাজনৈতিক দল শুরু করেছেন।        
  5. 24 সেপ্টেম্বর কোচির ভারতীয় নৌবাহিনীর একটি উপকূলবর্তী টহল জাহাজ আইএনএস সুনয়না, কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (CMF)-এর অপারেশন সাদার্ন রেডিনেস নামক বার্ষিক প্রশিক্ষণ অনুশীলনে অংশগ্রহণ করতে সেশেলেস-এর পোর্ট ভিক্টোরিয়ায় প্রবেশ করেছে।             
  6. ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ইন্টিগ্রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিনের উৎপাদন সুবিধার উদ্বোধন করেছেন এবং জোনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি(সাউথ জোন)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।      
  7. ভারতীয় রেলওয়ে ‘সুগম্য ভারত অভিযান’-এর অধীনে সারা দেশের রেলওয়ে স্টেশনগুলিতে লিফট এবং এসকেলেটর তৈরিকরে 497টি রেলস্টেশনকে দিব্যঞ্জন, বয়স্ক এবং শিশুদের জন্য অনুকূল করে তুলেছে।    
  8. 27 সেপ্টেম্বর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ওড়িশার চন্ডীপুর উপকূলে খুব স্বল্প পরিসরের বিমান  প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন (VSHORADS) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষণ সম্পন্ন করেছে।     
  9. 28 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের 93তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অযোধ্যায় লতা মঙ্গেশকর চক-এর উদ্বোধন করেছেন।        
  10. কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা 27 সেপ্টেম্বর রাঁচির হাতিয়া রেলওয়ে স্টেশন থেকে তামিলনাড়ুর হোসুর পর্যন্ত একটি বিশেষ ট্রেনের উদ্বোধন করেছেন।    
  11. 27 সেপ্টেম্বর ত্রিপুরা বিধানসভা সর্বসম্মতিক্রমে মনু বাঁকুলে ধম্ম দীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটি বিল পাস করেছে।     
  12. 27 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি অমরাবতীতে 'ভিজিট এপি' প্রচারাভিযান শুরু করেছেন।   
  13. মধ্যপ্রদেশের ইন্দোর শহর ভারতের সেরা ‘সিভিক ম্যানেজমেন্ট অফ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন’ পুরস্কারে ভূষিত হয়েছে।
  14. 26 সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাইসোরের চামুন্ডী পাহাড়ে মাইসোর দশেরা উৎসবের উদ্বোধন করেছেন।   
  15. তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখকে 2020 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে।        

 

Related Post