4 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 6 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

4 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর 1 অক্টোবর সারা ভারতে জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবস (NVBDD) পালিত হয়।
  2. কফির ব্যবহার সম্পর্কে প্রচার করার জন্য প্রতি বছর 1 অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালিত হয়।
  3. 2022 সালের 1 অক্টোবর, Insolvency and Bankruptcy Board of India (IBBI) তার প্রতিষ্ঠা দিবস স্মরণ করতে ষষ্ঠ বার্ষিক দিবস পালন করেছে।
  4. ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং অহিংসার দর্শন ও কৌশলের প্রবর্তক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়।
  5. চাষবাসের ক্ষেত্রে ব্যবহৃত নিরীহ প্রাণীগুলির হত্যার বিষয়টি বিচারবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য ও শোক জ্ঞাপন করার জন্য 1983 সাল থেকে প্রতি বছর 2 অক্টোবর বিশ্ব কৃষি পশু দিবস (WDFA) পালিত হয়।
  6. ভারত, 2022 সালের 2 অক্টোবর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 118তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।
  7. 2 অক্টোবর, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে জলশক্তি মন্ত্রকের পানীয় জল ও স্যানিটেশন বিভাগ (DDWS) দ্বারা আয়োজিত স্বচ্ছ ভারত দিবস-2022 অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন।
  8. সম্মিলিত জাতিপুঞ্জ অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বাসস্থান দিবস হিসাবে পালন করে। 2022 সালে 3 অক্টোবর বিশ্ব বাসস্থান দিবস পালিত হয়েছে। 2022 সালের থিম হল “Mind the Gap. Leave No One and Place Behind”।
  9. বিশ্বব্যাপী প্রাণী কল্যাণের মান উন্নত করার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালন করা হয়। 2022 সালের বিশ্ব প্রাণী দিবসের থিম হল "Shared Planet"।
  10. ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু 30 সেপ্টেম্বর গান্ধীনগরে 36তম জাতীয় গেমসে মহিলাদের 49 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
  11. সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদল 28-30 সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত UNESCO-MONDIACULT 2022 বিশ্ব সম্মেলনে প্রতিনিধিত্ব করেছে।
  12. লেখক, রাজনীতিবিদ এবং প্রাক্তন আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী, শশী থারুর, ড. ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী সম্পর্কিত ‘Ambedkar: A life’ নামক একটি নতুন বই লিখেছেন। বইটি প্রকাশ করেছে অ্যালেফ বুক কোম্পানি।
  13. Hero MotoCorp তেলেগু অভিনেতা রাম চরণকে সংস্থাটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে।
  14. নারীর অধিকার সম্পর্কে সক্রিয় ভারতের এক কর্মী, সৃষ্টি বক্সী জার্মানির বন-এ আয়োজিত সম্মিলিত জাতিপুঞ্জের এসডিজি (ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস) অ্যাকশন অ্যাওয়ার্ডে ‘চেঞ্জমেকার’ পুরস্কার জিতেছেন।
  15. বিহার ক্যাডারের 1989 ব্যাচের আইএএস অফিসার, সুনীল বার্থওয়ালকে নতুন দিল্লিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ বাণিজ্য বিভাগের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে।

 

Related Post