10 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 11 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

10 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 10 অক্টোবর বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং যারা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সমর্থনে পালিত হয় ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে।2022 সালের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডের থিম হল “Make mental health for all a global priority”।    
  2. টেরিটোরিয়াল আর্মির 73 তম উত্থাপন দিবস 9  অক্টোবর পালিত হল। প্রথম ভারতীয় গভর্নর-জেনারেল সি রাজাগোপালাচারী 1949 সালের 9 অক্টোবর-এর সূচনা করেছিলেন।   
  3. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রোধ করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ওড়িশা সরকার ।  
  4. কাভিগনার সুব্বু অরুমুগামের জীবনাবসান ঘটল। ইনি তামিলনাড়ু জুড়ে দক্ষিণের জেলাগুলিতে ভিলুপাট্টু নামক লোকশিল্পকে  জনপ্রিয় করেছিলেন।     
  5. 9 অক্টোবর হিমাচল প্রদেশের বিলাসপুরে একটি জলক্রীড়া কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর৷
  6. কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 8 অক্টোবর যৌথভাবে লখনউতে ভারতীয় সড়ক কংগ্রেসের 81তম বার্ষিক অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  
  7. গুজরাটে 36 তম জাতীয় গেমসে পুরুষদের 100 মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে নিজের ষষ্ঠ স্বর্ণপদক সুনিশ্চিত করলেন টোকিও অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ ।  
  8. ব্যাঙ্ক ও আর্থিক সংকট নিয়ে গবেষণার জন্য বেন এস বার্নানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ 2022 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন ।      
  9. 10 অক্টোবর কাজাখস্তানে আস্তানা ওপেনের ফাইনালে স্টেফানোস সিটসিপাসের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয়ের মাধ্যমে নিজের 90তম ATP খেতাব জিতলেন নোভাক জোকোভিচ ।   
  10. 10 অক্টোবর 36 তম জাতীয় গেমসে, মহিলাদের কায়াক ইভেন্টে স্বর্ণপদক জিতলেন মধ্যপ্রদেশের শিখা চৌহান৷   
  11. নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক 11  অক্টোবর মেয়েদের জন্য প্রথাগত নয় এমন জীবিকার দক্ষতার উপর জাতীয় সম্মেলন ‘Betiyan Bane Kushal’ আয়োজন করবে। 
  12. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10  অক্টোবর গুজরাটের ভারুচ জেলায় 8000 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।   
  13. 10 অক্টোবর গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব প্রয়াত হয়েছেন৷   
  14. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি গরুড় অ্যারোস্পেস দ্বারা নির্মিত ও উন্নত বৈশিষ্ট্য সহ 'দ্রোনি' নামে দেশজভাবে তৈরী ক্যামেরা ড্রোন চালু করেছেন।  
  15. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে  2023 সালের অক্টোবরে জাতীয় গেমসের 37 তম সংস্করণ আয়োজন করবে গোয়া।

 

Related Post