13 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 14 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

13 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড সাইট ডে’ পালিত হয়। 2022 সালে 13 অক্টোবর দিনটি পালিত হয়েছে। এ বছরের থিম হল ‘Love Your Eyes’।     
  2. দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য 13 অক্টোবর দিনটি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হিসাবে মনোনীত করা হয়েছে।এর মূল উদ্দেশ্য হল দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা গড়ে তোলা।            
  3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 13 অক্টোবর হিমাচল প্রদেশের উনা জেলায় চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন৷ ট্রেনটি দিল্লি এবং হিমাচল প্রদেশের মধ্যে চলাচল করবে৷
  4. 2022 সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকাল লোকে মহাকাল লোক প্রকল্পের প্রথম ধাপটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।       
  5. মেঘালয় সরকার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে 10  অক্টোবর 'দ্য স্টেট মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার পলিসি'-এর রাজ্যের সর্বপ্রথম খসড়া ঘোষণা করেছে।   
  6. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 12 অক্টোবর থেকে ত্রিপুরা এবং আসামে তিন দিনের সফর শুরু করবেন৷   
  7. আইএনএস তর্কাশ 10-12 অক্টোবর ভারতীয়, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর মধ্যে একটি যৌথ বহুজাতিক সামুদ্রিক মহড়া IBSAMAR-এর সপ্তম সংস্করণে অংশগ্রহণ করেছে।     
  8. 11 অক্টোবর ভারত, নয়া দিল্লিতে ভারত-নরওয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের উচ্চশিক্ষা সংক্রান্ত ষষ্ঠ বৈঠকের আয়োজন করেছিল।   
  9. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর নয়া দিল্লি শাখা কলপোস্কোপ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম যন্ত্র তৈরি করছে।  
  10. 12 অক্টোবর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী, অনুরাগ সিং ঠাকুর নয়াদিল্লিতে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (WADA) অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট সিম্পোসিয়াম - 2022 চালু করেছেন৷   
  11. 12 অক্টোবর ভারতীয় নৌবাহিনী অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় অফশোর ডেভেলপমেন্ট এরিয়া (ODA)-তে 'প্রস্থান' নামক একটি নিরাপত্তা মহড়া আয়োজন করেছে।    
  12. ভুবনেশ্বর লোকসভার সদস্য, অপরাজিতা সারঙ্গী, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন৷   
  13. 12 অক্টোবর গুজরাটের সুরাটে অনুষ্ঠিত 36তম জাতীয় গেমস উপরাষ্ট্রপতি  জগদীপ ধনখড়ের সভাপতিত্বে একটি সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়েছে।        
  14. 12 অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (IIPA)-এর ন্যাশনাল চেয়ারম্যান জিতেন্দ্র সিং, IIPA-এর 111 জন নতুন সদস্যকে অনুমোদন করেছেন৷       
  15. ডিসকাস নিক্ষেপকারী কমলপ্রীত কৌরকে নিষিদ্ধ পদার্থ স্ট্যানোজোলল ব্যবহারের জন্য তিন বছরের জন্য নিষিদ্ধ করল অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট (AIU)৷    
  16. 9 অক্টোবর চীন সফলভাবে দেশের প্রথম বিশালাকার মহাকাশ-ভিত্তিক সৌর টেলিস্কোপ Advanced Space-based Solar Observatory (ASO-S) চালু করেছে।    

 

Related Post