17 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 18 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

17 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 17 অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ  দিবস পালন করা হয়। 2022 সালের আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবসের থিম হল “Dignity for All in Practice”।       
  2. প্রতি বছর 17 অক্টোবর ‘ওয়ার্ল্ড ট্রমা দিবস’ পালিত হয়। 2011 সালে ভারতের নয়াদিল্লিতে প্রথমবারের জন্য দিনটি  পালিত হয়।    
  3. 18 থেকে 21 অক্টোবর ভারত নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTERPOL)-এর 90তম সাধারণ সম্মেলনের আয়োজন করবে।     
  4. অগ্নিবীরদের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে ব্যাঙ্কিং সুবিধা প্রদানের জন্য ভারতীয় সেনাবাহিনী 11টি ব্যাঙ্কের সাথে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে৷ 
  5. 16 অক্টোবর মিশরের কায়রোতে অনুষ্ঠিত ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের এয়ার রাইফেল দল স্বর্ণপদক জিতেছে।   
  6. 16 অক্টোবর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশার ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে ভারতের প্রথম অ্যালুমিনিয়াম মালবাহী রেকের উদ্বোধন করেন।
  7. ভারতীয় পররাষ্ট্র সেবার একজন কূটনীতিবিদ, অপূর্ব শ্রীবাস্তব, স্লোভাক প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন।   
  8. কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত প্রতিমন্ত্রী ড. এল মুরুগান সম্প্রতি বলেছেন যে মৎস উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে৷
  9. প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে দরিদ্র শিক্ষার্থীদের জন্য ‘মোদি শৈক্ষনিক সঙ্কুল’ নামক একটি শিক্ষাগত কমপ্লেক্সের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন৷    
  10. ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়েক বিভিন্ন থানায় নথিভুক্ত নৃশংস মামলাগুলির গতিপ্রকৃতি নির্ধারণের জন্য একটি  ওয়েব পোর্টাল ‘Single Window Application Atrocity Compensation Assistance and Relief’ (SAACAR) চালু করেছেন।
  11. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 16 অক্টোবর, দেশে প্রথমবার মধ্যপ্রদেশের ভোপালে, হিন্দি মাধ্যমে একটি এমবিবিএস কোর্স চালু করেন।  
  12. 16 অক্টোবর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তরাখণ্ডের দেরাদুনে 2022-23 শিক্ষাবর্ষের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষা নীতি-2020 চালু করেন। 
  13. 18 অক্টোবর ইন্ডিয়ান ন্যাভাল একাডেমি, ইজিমালা কেরালার মারাক্কার ওয়াটারম্যানশিপ ট্রেনিং সেন্টারে ইন্ডিয়ান নেভি সেলিং চ্যাম্পিয়নশিপ 2022 পরিচালনা করবে। 
  14. 14 অক্টোবর থেকে তিন দিনের জন্য বিজয়ওয়াড়ায় থার্ড ওয়ার্ল্ড কুচিপুড়ি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল। 
  15. 16 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট (DBUs) জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।  

 

 

Related Post