20 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 21 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

20 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. খাদ্যের মানরক্ষক এবং ভবিষ্যত প্রজন্মের বার্তা প্রেরক, রন্ধনসম্পর্কীয় শেফদের সম্মান জানাতে প্রতি বছর 20 অক্টোবর আন্তর্জাতিক শেফ দিবস পালন করা হয়। 2022 সালের থিম হল “Growing A Healthy Future”।         
  2. আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর 20 অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়। 2022 সালের বিশ্ব পরিসংখ্যান দিবসের থিম হল “Data for Sustainable Development”।       
  3. প্রতি বছর 20 অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত হয়। 2022 সালের বিশ্ব অস্টিওপোরোসিস দিবসের থিম হল “Step Up For Bone Health”।
  4. 20 অক্টোবর জাতীয় সংহতি দিবস পালন করা হয়। এই দিনটি যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্য জন্য কাজ করে এবং যুদ্ধের সৈনিকের পরিবারকে এবং সামরিক, নৌ ও বিমান সৈনিকদের সশস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে সম্মান জানায়।     
  5. প্রতি বছর অক্টোবর মাসের তৃতীয় বুধবার গ্লোবাল ডিগনিটি ডে পালন করা হয়। 2022 সালে 19 অক্টোবর গ্লোবাল ডিগনিটি ডে পালন করা হয়েছে।   
  6. 17 অক্টোবর আমেরিকান ইতিহাসবিদ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং ইসলামের আন্তর্জাতিকভাবে  সম্মানপ্রাপ্ত পণ্ডিত, বারবারা মেটকাফ, 2022 সালের স্যার সৈয়দ এক্সিলেন্স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।    
  7. 18 অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং একটি সমন্বিত পোর্টাল চালু করেছেন যার লক্ষ্য কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ‘Ease of Living’ নিশ্চিত করা।     
  8. 18 অক্টোবর সিভিল অ্যাকাউন্টস সার্ভিস অফিসার ভারতী দাস, নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস (CGA) হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন।  
  9. 20 অক্টোবর বাংলাদেশের খুলনা জেলায় উদ্বোধন হওয়া একটি গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিটে 70টি দেশের যুবকরা অংশগ্রহণ করেছে।      
  10. 18 অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী পাঞ্জাবের সাঙ্গরুরে এশিয়ার বৃহত্তম কমপ্রেসড বায়ো গ্যাস (CBG) প্ল্যান্টের উদ্বোধন করেছেন৷    
  11. দেশ জুড়ে একটি অভিন্ন ট্যুরিস্ট পুলিশ স্কিমের কার্যকরী বাস্তবায়নের বিষয়ে 19 অক্টোবর নয়াদিল্লিতে রাজ্যগুলির ট্যুরিস্ট পুলিশ অফিসারদের একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷     
  12. 18 অক্টোবর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম কলেজের উদ্বোধন করেছেন।
  13. মধ্যপ্রদেশ বন্যপ্রাণী পরিষদ পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র (PTR)-এর বাঘগুলির জন্য একটি নতুন সংরক্ষণ কেন্দ্রের অনুমোদন দিয়েছে।        
  14. Paytm পেমেন্টস ব্যাঙ্ক দীপেন্দ্র সিং রাঠোরকে চিফ প্রোডাক্ট এবং টেকনোলজি অফিসার হিসাবে তার ভূমিকা পালন করা ছাড়াও অন্তর্বর্তীকালীন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে অতিরিক্ত কার্যভার অর্পণ করেছে৷  
  15. লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (LIC) ‘LIC Dhan Varsha’ নামক প্রকল্প চালু করেছে৷
  16. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রধানমন্ত্রী জন উর্বরক পরিযোজনা-এক দেশ এক সার প্রকল্প’ চালু করেছেন।   

 

 

Related Post