25 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 26 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

25 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 24 অক্টোবর ‘ওয়ার্ল্ড পোলিও ডে’ পালন করা হয়। এর মুখ্য উদ্দেশ্য হল বিশ্বের প্রতিটি প্রান্তে পোলিও টিকাকরণ এবং পোলিও নির্মূল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই দিবসের 2022-এর থিম হল “World Polio Day 2022 and Beyond: A healthier future for mothers and children”।
  2. প্রতি বছর 24 থেকে 30 অক্টোবর পর্যন্ত নিরস্ত্রীকরণ সপ্তাহ পালিত হয়। এটি জাতিসংঘের একটি উদ্যোগ এবং এর মূল উদ্দেশ্য হল বিশ্ব শান্তি স্থাপন করা।
  3. প্রতি বছর 25 অক্টোবর ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট ডে’ পালিত হয়। এই দিনটি সমগ্র বিশ্বজুড়ে শিল্পীদের কাজকে সম্মান জানাতে পালিত হয়।
  4. ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (CABI) ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে 2022 সালের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া অন্ধদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ঘোষণা করেছে।
  5. ভারত Google-কে 1337 কোটি টাকা জরিমানা করেছে। অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস ইকোসিস্টেমের একাধিক বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের জন্য ভারতের কম্পিটিশন কমিশন (CCI) দ্বারা Googleকে শাস্তি দেওয়া হয়েছে।
  6. বাংলাদেশের অত্যধিক জনবহুল এবং অপেক্ষাকৃত নিচু অংশে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে অন্ততপক্ষে পঁয়ত্রিশ  জনের মৃত্যু হয়েছে। এই ঘূর্ণিঝড়টির প্রভাবে 24 অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগণা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।
  7. প্রথম এশীয়-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রায় স্থান পেতে চলেছেন হলিউড তারকা আনা মে ওয়াং।
  8. ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ঋষি সুনক এবং তিনিই হতে চলেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। 42 বছর বয়সে তিনি ইউনাইটেড কিংডমের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন।
  9. মহারাষ্ট্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মঙ্গলপ্রভাত লোধা মুম্বাইতে ভারতের প্রথম ‘মাইগ্রেশন মনিটরিং সিস্টেম’-এর উদ্বোধন করলেন।
  10. দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) অর্থ পাচার করা, সন্ত্রাসবাদে বিনিয়োগ এবং বিস্তারে বিনিয়োগ প্রতিরোধে কৌশলগত ঘাটতির কারণে মায়ানমারকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত করেছে, যা ইতিমধ্যেই কালো তালিকাভুক্ত।
  11. 16 বছর বয়সী আমান সেহরাওয়াত স্পেনে অনুর্ধ্ব-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে স্বর্ণপদক জিতে কুস্তিতে ইতিহাস তৈরি করলেন।
  12. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সবচেয়ে ভারী রকেট LVM3 M2 যেটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (SHAR) দ্বিতীয় লঞ্চ প্যাড (SLP) থেকে যাত্রা শুরু করেছিল তা সফলভাবে ইউনাইটেড কিংডম ভিত্তিক OneWeb-এর 36টি উপগ্রহকে প্রদক্ষিণ করেছে।
  13. মার্কিন সরকার বর্ষীয়ান ফরেন সার্ভিস অফিসার এলিজাবেথ জোনসকে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে।
  14. তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B) একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানিয়েছে যেকোনো ধরণের সম্প্রচার শুধুমাত্র প্রসার ভারতীর মাধ্যমেই করা হবে।
  15. সুকাপাইকা নদী যেটি 70 বছর আগে প্রবাহিত হওয়া বন্ধ করে দিয়েছিল, সেটি পুনরায় প্রবাহিত হতে চলেছে কারণ ওডিশা সরকার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) এর সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করে তাকে পুনরায় প্রবাহমান করার পরিকল্পনায় কাজ শুরু করেছে।
  16. এনার্জি ড্রিংক কোম্পানি রেড বুল-এর সহ-প্রতিষ্ঠাতা এবং রেড বুল ফর্মুলা ওয়ান রেসিং টিমের প্রতিষ্ঠাতা ও মালিক অস্ট্রিয়ান বিলিয়নেয়ার ডিট্রিচ মাটিসচিৎজ 78 বছর বয়সে প্রয়াত হয়েছেন।

 

Related Post