29 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Oct 30 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

29 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. স্ট্রোকের গুরুতর প্রকৃতি এবং অধিক সংখ্যক স্ট্রোক হওয়ার বিষয়টি ওপর গুরুত্ব আরোপ করার জন্য প্রতি বছর 29 অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়। WSO দ্বারা নির্ধারিত 2022 সালের বিশ্ব স্ট্রোক দিবসের থিম হল “Learn the Signs, Say it’s a stroke and save Precious time”।    
  2. সোরিয়াসিস রোগ এবং এর চিকিৎসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার জন্য প্রতি বছর 29 অক্টোবর বিশ্ব সোরিয়াসিস দিবস পালন করা হয়। 2022 সালের বিশ্ব সোরিয়াসিস দিবসের থিম হল  “Unloading Psoriatic Disease”।      
  3. ইন্টারনেট প্রথমবার ব্যবহারের দিনটি উদযাপন করার জন্য প্রতি বছর 29 অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালিত হয়।  
  4. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ‘প্রায়োরিটি প্যাথোজেন’ নামক ছত্রাক সংক্রমণের প্রথম তালিকা প্রকাশ করেছে ।   
  5. 29 অক্টোবর, রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারায় নির্মিত ‘বিশ্বাস স্বরূপম’ নামক একটি 369-ফুট লম্বা শিব মূর্তি উদ্বোধন করা হয়েছে।    
  6. NSDC ইন্টারন্যাশনাল (NSDCI) এবং Perdaman ভারতীয় দক্ষ যুবকদের এবং অস্ট্রেলিয়ায় মার্কেটের সুযোগগুলির মধ্যে একটি ইন্টারফেস তৈরি করতে অংশীদারিত্ব করেছে৷   
  7. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড(SAIL) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া(AAI) ওডিশার রাউরকেল্লা থেকে বাণিজ্যিক ক্রিয়াকলাপ সহজতর করার জন্য একটি অপারেশন এবং ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে৷  
  8. 29 অক্টোবর  কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রী, কিরণ রিজিজু ‘Environment and Sustainable Development – Role of Judiciary’ এবং ‘Digitization of Indian  Judiciary – Its Impact in Dispensation of Justice’ বিষয়ক জাতীয় সেমিনারের উদ্বোধন করেছে।        
  9. 30 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভদোদরায় ভারতীয় বিমান বাহিনীর (AIF) জন্য একটি C-295MW পরিবহন বিমান নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।   
  10. দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কাকিনাড়ার জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (JNTU)-K -এর ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (IIFT)-এর তৃতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেছেন।    
  11. ভারতীয় ও মার্কিন সেনাবাহিনী 15 নভেম্বর থেকে 2 ডিসেম্বর ব্যাটেলিয়ন-স্তরের ‘Yudh Abhyas’নামক মহড়াটি  পরিচালনা করবে।প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে মাত্র 100 কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের আউলিতে অবস্থিত‘Yudh Abhyas’অনুষ্ঠিত হবে ।            
  12. কেন্দ্রীয় সরকার আধ্যাত্মিক নেত্রী মাতা অমৃতানন্দময়ী দেবী (আম্মা)-কে দেশের সিভিল 20 (C20) নামক গ্রুপ অফ 20 (G20)-এর অফিসিয়াল এনগেজমেন্ট গ্রুপের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে।       
  13. ভারত সরকারের পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং আবাসিক ও নগর বিষয়ক মন্ত্রী, হরদীপ সিং পুরী ‘DELHI UNIVERSITY: Celebrating 100 Glorious Year’ নামক একটি নতুন বই লিখেছেন৷       
  14. ইন্দো-কানাডিয়ান স্বাস্থ্যসেবা কর্মী,  নভজীত কৌর ব্রার, প্রথম পাগড়ি পরিহিত শিখ মহিলা যিনি কানাডার ব্রাম্পটন শহরের সিটি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন৷     
  15. ফরাসি চিত্রশিল্পী পিয়ার সোলাজেস যিনি বিভিন্নি কালো রং  এবং তার শেড দিয়ে চিত্রাঙ্কনের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি 102 বছর বয়সে প্রয়াত হয়েছেন।       

 

Related Post